কোড ছাড়াই পাঁচ মিনিটে অ্যাপ বানানো যাবে গুগল প্ল্যাটফর্মে

কোনো কোড লেখা ছাড়াই কাস্টমাইজড অ্যাপ্লিকেশন বানানোর সুযোগ দিচ্ছে গুগল ক্লাউডের অ্যাপশিট প্ল্যাটফর্ম৷ গুগলের দাবি, ভৌগলিক অবস্থান এবং গুগল ম্যাপস দিয়ে যে কেউ পাঁচ মিনিটে মোবাইল অ্যাপ বানাতে পারবেন প্ল্যাটফর্মটির মাধ্যমে৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2020, 02:44 PM
Updated : 25 Dec 2020, 02:44 PM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, অ্যাপশিটের কোডবিহীন অ্যাপ বানানোর প্ল্যাটফর্ম আপনাকে দ্রুত অ্যাপ বানিয়ে ডেটা সংগ্রহ করতে বা ডেটার সঙ্গে সংযোগ করে দিতে সহায়তা করবে৷

"অ্যাপশিট অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপস বসিয়ে আপনি সাধারণ একটি ভৌগলিক অবস্থানের অ্যাপ বানাতে পারবেন কয়েক মিনিটে৷"

প্রতিষ্ঠানটি আরও বলছে, অটোমেশন অ্যাপও অ্যাপশিটে বানাতে পারবেন গ্রাহক৷ "কাস্টমাইজেশনের একদম গভীরে ঢোকার আগে পরীক্ষা এবং যাচাইয়ের জন্য ওয়ার্কফ্লো ফাংশন থাকছে প্ল্যাটফর্মে৷"

প্ল্যাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় ব্যবহারগুলোর একটি ইনভেনটরি ব্যবস্থাপনা৷ এতে অ্যাপশিট ব্যবহারের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে কাজ শুরু করতে শিখতে পারবেন অ্যাপ নির্মাতারা৷ অনলাইন স্টোর বা বাসার ইনভেনটরি অ্যাপ বানানো যাবে সহজেই৷ এর জন্য কোনো কোডিং দক্ষতা লাগবে না৷

গুগল আরও বলছে, "গুগল ডকস থেকেই আপনি অ্যাপ বানাতে পারবেন৷" বিশ্বজুড়ে দুই লাখের বেশি অ্যাপ নির্মাতা আস্থা রাখছেন অ্যাপশিটের ওপর৷

প্ল্যাটফর্মটির জনপ্রিয় ব্যবহারের মধ্যে রয়েছে ইনভেনটরি ব্যবস্থাপনা, ফিল্ড ডেটা ক্যাপচার, যন্ত্রাংশ এবং নিরাপত্তা যাচাই, বহর ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনাসহ আরও অনেক কিছু৷