ক্যালিফোর্নিয়ায় চালকবিহীন সরবরাহে প্রথম নাম ‘নুরো’

প্রথমবারের মতো চালকবিহীন বাণিজ্যিক সরবরাহ সেবার অনুমোদন দিয়েছে ক্যালিফোর্নিয়া৷ আগামী বছর যতো দ্রুত সম্ভব চালকবিহীন সরবরাহ সেবা চালুর পরিকল্পনা করছে রোবটিকস স্টার্টআপ নুরো৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2020, 10:29 AM
Updated : 25 Dec 2020, 10:29 AM

এর আগে এপ্রিলে অঙ্গরাজ্যটিতে আর২ যানের পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি৷ এবারে অনুমোদন পাওয়ায় এই সেবার মাধ্যমে পণ্য সরবরাহের জন্য গ্রাহকের কাছ থেকে অর্থ নিতে পারবে নুরো৷

বিবিসি'র প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় যানের সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় ৩৫ মাইল৷ আর শুধু অনুকূল আবহাওয়াতেই চলতে পারবে যানবাহনগুলো৷

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস পরিচালক স্টিভ গর্ডন বলেছেন, "ক্যালিফোর্নিয়ায় স্বয়ংক্রিয় যানের বিবর্তনে প্রথম অনুমোদন দেওয়া একটি দারুণ মাইলফলক৷"

"এই প্রযুক্তির উন্নয়ন চলাকালীন আমরা জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবো," যোগ করেন গর্ডন।

নুরো প্রতিষ্ঠার পেছনে রয়েছেন গুগলের সাবেক দুই প্রকৌশলী। আর প্রতিষ্ঠানটিকে তহবিল দিচ্ছে জাপানি সফটব্যাংক।

চালক বা যাত্রী ছাড়াই চলার মতো করে যানবাহনগুলোর নকশা করেছে নুরো।

গতিবিধি নিয়ন্ত্রণের জন্য রেডার, থার্মাল ইমেজিং এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করে আর২ যান। এতে নেই কোনো স্টিয়ারিং হুইল, প্যাডল বা পাশে দেখার আয়না।

সরবরাহের জন্য গাড়িতে রয়েছে দুইটি তাপমাত্রা নিয়ন্ত্রিত কুঠুরিযেখানে পণ্য বহন করবে গাড়িগুলো। গ্রাহক গাড়ির কাছে এসেছে নির্দিষ্ট কোড প্রবেশ করিয়ে দরজা খুলে পণ্য নিতে পারবেন।

এর আগে ফেব্রুয়ারিতে টেক্সাসের হিউস্টোনে পরীক্ষায় ডমিনোজ পিৎজা এবং সুপারমার্কেট চেইন ক্রোগার এবং ওয়ালমার্টের পণ্য সরবরাহ করেছে আর২ স্বয়ংক্রিয় যানগুলো।