এবার ইমেইল ও ক্যালেন্ডার সেবায় নজর জুমের

এবার ভিডিওকনফারেন্সিংয়ের পাশাপাশি ইমেইল এবং ক্যালেন্ডারের মতো অন্যান্য সেবার দিকে নজর দিচ্ছে ভিডিওকনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2020, 01:03 PM
Updated : 24 Dec 2020, 01:03 PM

করোনাভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বাড়ার কারণে ব্যবসা লাফিয়ে বেড়েছে ভিডিওকনফারেন্সিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানটির। চলতি বছর প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে পাঁচশ’ শতাংশের বেশি।

দ্য ইনফরমেশনের প্রতিবেদন বলছে, ইতোমধ্যে ইমেইল পণ্য নিয়ে কাজ করতে শুরু করেছে জুম। আগামী বছরই যত দ্রুত সম্ভব ওয়েব ইমেইল সেবার পরীক্ষা শুরু করতে পারে প্রতিষ্ঠানটি।

ইমেইল সেবার কাজ শুরু হলেও প্রতিষ্ঠানের ক্যালেন্ডার সেবা নিয়ে পরিকল্পনা এখনও সামনে এগিয়েছে কি না, তা স্পষ্ট নয় বলেই প্রতিবেদনে উল্লেখ করেছে ইনফরমেশন।

আগামী বছর করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হলে প্রতিষ্ঠানগুলো কর্মীদেরকে কার্যালয়ে ফিরিয়ে আনলে ভিডিওকনফারেন্সিং সেবার চাহিদা কমে আসবে। তাই, আগেভাগেই নতুন সেবার পরিকল্পনা সারছে জুম।

জুমের মূল প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠানেরই এন্টারপ্রাইজ অ্যাপ সুইটের আওতায় ভিডিওকনফারেন্সিং প্ল্যাটফর্ম রয়েছে। এই প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস ৩৬৫ এবং গুগলের ওয়ার্কস্পেস। উভয় প্ল্যাটফর্মেরই ক্যালেন্ডার, ইমেইল এবং ভিডিওকনফারেন্সিং পণ্য রয়েছে। তাই জুমও একই পথে এগোবে এমন প্রত্যাশা অবাঞ্চিত নয়।