উন্মোচনের আগেই ফাঁস গ্যালাক্সি এস২১ সিরিজের দাম

সামনের মাসেই নতুন গ্যালাক্সি এস২১ সিরিজের স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। এরই মধ্যে গ্যালাক্সি এস২১, এস২১ প্লাস এবং এস২১ আলট্রা ডিভাইসের ইউরোপীয় বাজারের দাম উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2020, 12:15 PM
Updated : 21 Dec 2020, 12:15 PM

গিজমোচায়নার প্রতিবেদন বলছে, ইউরোপের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২১-এর ১২৮ জিবি বেইজ মডেলের দাম হবে ৮৪৯ ইউরো।

অন্যদিকে গ্যালাক্সি এস২১ প্লাস ডিভাইসের ১২৮ জিবি সংস্করণের দাম ১০৪৯ ইউরো এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ১০৯৯ ইউরো হতে পারে।

প্রতিবেদন আরও বলছে, ইউরোপের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা মডেলের ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১৩৯৯ ইউরো।

সম্প্রতি আরেক প্রতিবেদনে গ্যালাক্সি ক্লাব জানিয়েছে, গ্যালাক্সি এস২১, এস২১ প্লাস এবং এস২১ আলট্রা ডিভাইসের ১২৮ জিবি সংস্করণের বাজার মূল্য হবে যথাক্রমে ৮৭৯ ইউরো, ১০৭৯ ইউরো এবং ১৩৯৯ ইউরো।

ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, এস২১ এর পর্দার মাপ হবে ৬.২ ইঞ্চি, প্লাস মডেলের পর্দার মাপ হবে ৬.৭ ইঞ্চি এবং আল্ট্রা মডেলের পর্দার মাপ হবে ৬.৮ ইঞ্চি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বাজারে নতুন এস২১ সিরিজে স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি প্রসেসর এবং ভারতের বাজারের জন্য নিজস্ব এক্সিনস ২১০০ প্রসেসর ব্যবহার করতে পারে স্যামসাং।