কর্মীদের বিনামূল্যে কোভিড পরীক্ষার সুযোগ দিচ্ছে গুগল

নিজেদের যুক্তরাষ্ট্রের সব কর্মীকে বিনামূল্যে সাপ্তাহিক কোভিড-১৯ পরীক্ষার সুযোগ দিচ্ছে অ্যালফাবেট মালিকানাধীন গুগল। আগামীতে গোটা বিশ্বের কর্মীদের জন্য এ সুবিধা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 03:23 PM
Updated : 19 Dec 2020, 03:23 PM

গুগল মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কর্মরত পুরো ৯০ হাজার কর্মীর জন্যই প্রতি সপ্তাহে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার সুযোগ নিয়ে এসেছে গুগল।

কর্মীরা বাসায় বসেই ‘ন্যাসাল সোয়াব’ বা নাক থেকে নমুনা সংগ্রহ এবং গবেষণাগার বিশ্লেষণ সুবিধা পাবেন। শুধু এটিই নয়, সব কর্মীকে প্রতি সপ্তাহে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শও দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে, এখনও বিষয়টিকে বাধ্যতামূলক করেনি গুগল। -- যোগ করেছেন মুখপাত্র।

খবরটি প্রথমে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সম্প্রতি কর্মীদের বাসা থেকে কাজের সময়সীমাও বাড়িয়েছে গুগল। জুলাই মাসে কর্মীদের জন্য কার্যালয় খোলার পরিকল্পনা থাকলেও এবার তা পিছিয়ে সেপ্টেম্বরে নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি।

মহামারীর কারণে কর্মীদেরকে বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়া প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি গুগল। প্রাথমিকভাবে ২০২১ সালের জানুয়ারিতে কর্মীদেরকে কার্যালয়ে ফেরানোর পরিকল্পনা ছিলো গুগলের। পরবর্তীতে এই পরিকল্পনা এক দফা পিছিয়ে জুলাই মাসে নিয়েছিলো প্রতিষ্ঠানটি।