এবার নৈতিক অবস্থানে থাকাই কাল হলো উবারের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020 07:07 PM BdST Updated: 15 Dec 2020 07:07 PM BdST
-
ছবি- রয়টার্স
নানা দেশে চালকদের কর্মী হিসেবে বিবেচনা না করার কারণে সমালোচিত হয়েছে উবার এবং এজন্য আর্থিক সাজাও পেয়েছে রাইড হেইলিং প্রতিষ্ঠানটি। তবে, এই প্রথম সম্ভবত যুক্তিসংগত ও নীতিগতভাবে সঠিক অবস্থানে থাকাই কাল হলো প্রতিষ্ঠানটির।
যৌন নিপীড়নের শিকার ব্যাক্তিদের অনুমতি ছাড়াই তাদের নামপরিচয় ও ঠিকানা প্রকাশের দাবি করেছিল মার্কিন নিয়ন্ত্রক সংস্থা যার বিরোধিতা করেছে উবার। ফলাফল হিসেবে কয়েক কোটি ডলারের সাজা জুটেছে প্রতিষ্ঠানটির কপালে।
সুনির্দিষ্ট কয়েকটি যৌন নিপীড়ন ও হয়রানি দাবির ব্যাপারে ‘ক্যালিফোর্নিয়া পাবলিক ইউটিলিটিস কমিশন’ (সিপিইউসি)-কে তথ্য দেওয়ার বিরোধীতা করেছে রাইড হেইলিং প্রতিষ্ঠান উবার।
উবারকে পাঁচ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হলে উবারের ক্যালিফোর্নিয়ার রাস্তায় গাড়ি চালানোর অনুমতি বাতিল হয়ে যেতে পারে। প্রশাসনিক বিচারক গত বছর উবারকে ২০১৯ সালে প্রকাশিত এক নিরাপত্তা প্রতিবেদন সম্পর্কিত প্রশ্নের উত্তর জানাতে বলেছিলেন।
প্রতিবেদনটিতে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে রাইড হেইলিং প্ল্যাটফর্মটিতে হয়ে যাওয়া যৌন নিপীড়নের বিস্তারিত রয়েছে।
উবার এক বিবৃতিতে বলেছে, “সিপিইউসি বারবার একই দাবি করেছে যে আমরা যাতে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সম্পূর্ণ নাম এবং যোগাযোগের তথ্য প্রকাশ করি, তাদের কোনো অনুমতি ছাড়াই।”
“আমরা এই চমকে উঠার মতো দাবির বিরোধিতা করেছি, পাশাপাশি বহু ভুক্তভোগীর অধিকারে সমর্থন জানিয়েছি।”
শেষ পর্যন্ত অবশ্য উদ্ভট দাবি থেকে সবে এসেছে সিপিইউসি। সরকারি সংস্থাটি এখন বলছে, উবার চাইলে নাম প্রকাশ না করেও তথ্য দিতে পারবে। তবে, জরিমানার অর্থ পুরোটাই দিতে হবে উবারকে।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল