সামাজিক মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট: বিশাল জরিমানায় লক্ষ্য যুক্তরাজ্যের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020 05:03 PM BdST Updated: 15 Dec 2020 11:05 PM BdST
-
ছবি: রয়টার্স
অবৈধ কনটেন্ট সরাতে বা এসবের বিস্তার ঠেকাতে ব্যর্থ হলে ফেইসবুক, টুইটার এবং টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলোকে জরিমানা গুণতে হবে বার্ষিক আয়ের ১০ শতাংশ, এমনই এক আইনের প্রস্তাব করেছে যুক্তরাজ্য।
অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার দেশটি দাবি করেছে, শিশুদেরকে নীপিড়ন, নিপীড়নের উদ্দেশ্যে পটানোর মতো ঘটনা এবং পর্নোগ্রাফি থেকে রক্ষা করতে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে “আরও অনেক কিছুই” করতে হবে।
যুক্তরাজ্যের ডিজিটাল মন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, “শিশু এবং ঝুঁকিতে থাকা গ্রাহকদেরকে রক্ষার জন্য আমরা প্রযুক্তির ওপর দায়বদ্ধতার নতুন এক যুগে প্রবেশ করছি, যাতে এই খাতে আস্থা পুনরুদ্ধার করা যায় এবং উন্মুক্ত বক্তব্যে আইনি নিরাপত্তা নিশ্চিত করা যায়।”- প্রতিবেদনে বলেছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক মাধ্যমে অবৈধ এবং ক্ষতিকর কনটেন্ট আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে বিশ্বজুড়েই লড়াই করছে বিভিন্ন দেশের সরকার। মঙ্গলবার নিজস্ব নীতিমালা প্রকাশ করবে ইউরোপিয়ান ইউনিয়নও।
আগামী বছর আইনের মাধ্যমে নতুন নীতিমালা কার্যকর করার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের। আইন অমান্য করলে সাইট ব্লক করার পাশাপাশি প্রতিষ্ঠানে জেষ্ঠ্য ব্যবস্থাপকদেরকে সংশ্লিষ্ট কনটেন্টের জন্য দায়ী করতে পারে দেশটির সরকার।
ডাউডেন বলেছেন, এই কর্মকাঠামো বড় ডিজিটাল প্রতিষ্ঠানগুলোকে ‘কঠোর নীতিমালা’ অনুসরণ করার পথে নিয়ে আসবে।
ফেব্রুয়ারিতে ফেইসবুক এবং গুগল জানিয়েছে নীতিমালা নিয়ে তারা সরকারের সঙ্গে কাজ করবে। উভয় প্রতিষ্ঠানই দাবি করেছে, নিরাপত্তার বিষয়গুলো তারা খুব গুরুত্বের সঙ্গে নেয় এবং এই সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যেই নীতিমালায় পরিবর্তন এনেছে।
যুক্তরাজ্যে প্রস্তাবিত নতুন আইন বাস্তবায়নের পর সামাজিক মাধ্যমগুলো আইন অমান্য করলে প্রতিষ্ঠানকে এক কোটি ৮০ লাখ ইউরো বা বৈশ্বিক আয়ের ১০ শতাংশ জরিমানা করা হবে। এক্ষেত্রে জরিমানার যে অঙ্কটি বড় হবে সেটিই প্রযোজ্য হবে। জরিমানা বিষয়গুলো তদারকির দায়িত্বে থাকবে গণমাধ্যম বিষয়ে ব্রিটিশ নীতিনির্ধারক প্রতিষ্ঠান অফকম।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা