জন্মহার বাড়াতে এআইয়ের মাধ্যমে সঙ্গী মেলাবে জাপান
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2020 08:16 PM BdST Updated: 08 Dec 2020 08:16 PM BdST
-
ছবি- রয়টার্স
মানুষকে সঙ্গী খুঁজে দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যেই এআই প্রকল্প শুরু করেছে বা করতে যাচ্ছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। আগামী বছর থেকে এই প্রকল্পগুলোতে জাপান সরকার তহবিল দেবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গত বছর জাপানে শিশু জন্মেছে আট লাখ ৬৫ হাজারেরও কম, যা দেশটির রেকর্ড সর্বনিম্ন। বিশ্বের সর্বনিম্ন উর্বরতা হার বদলাতে অনেক দিন ধরেই পথ খুঁজছে দেশটি।
এআই প্রযুক্তির ব্যবহারে নজর দেওয়া দেশটির নতুন প্রচেষ্টাগুলোর একটি।
শিশু জন্মহার বাড়াতে আগামী বছর স্থানীয় কর্তৃপক্ষকে এক কোটি ৯০ লাখ ডলারের তহবিল দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার।
দেশটিতে ইতোমধ্যেই সঙ্গী খুঁজে দেওয়ার অনেকগুলো প্রচলিত ধারার সেবা রয়েছে। আরও ভালো ফলাফল দিতে কেউ কেউ আবার এআইয়ের ব্যবহারও শুরু করেছে।
দেশটির কিছু এআই ব্যবস্থায় শুধু আয় এবং বয়স এই দুইটি শ্রেণি বিবেচনায় সঙ্গী খুঁজে দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, আরও খরুচে উন্নত ব্যবস্থা ব্যবহারে কর্তৃপক্ষকে সহায়তা করতেই তহবিল দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার। এই উন্নত ব্যবস্থায় সঙ্গী মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে শখ এবং মূল্যায়নের মতো বিষয়গুলোও বিবেচনায় রাখা হবে।
এক ক্যাবিনেট কর্মকর্তা বলেছেন, “এইআয়ের মাধ্যমে সঙ্গী মিলিয়ে দেওয়ার প্রকল্প শুরু করেছে বা করতে যাচ্ছে এমন স্থানীয় সরকারকে আমরা তহবিল দেওয়ার পরিকল্পনা করছি। আমরা আশা করছি, এই সমর্থনের মাধ্যমে জাতীর জন্মহার কমার বিষয়টি বদলাবে।”
২০১৭ সালে জাপানের জনসংখ্যা ছিলো ১২ কোটি ৮০ লাখ। এই শতাব্ধীর শেষে এই সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখের নিচে নেমে আসতে পারে বলে শঙ্কা রয়েছে।
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস