ত্রুটিযুক্ত আইফোন ১১ -এর পর্দা বিনামূল্যে ঠিক করে দেবে অ্যাপল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 05:35 PM BdST Updated: 05 Dec 2020 05:35 PM BdST
-
ছবি- অ্যাপল
টাচ সমস্যার কবলে পড়েছে অল্প সংখ্যক আইফোন ১১ ইউনিট। সমস্যা সারাতে এর মধ্যেই পদক্ষেপ নিয়েছে অ্যাপল৷ কোনো অর্থ ছাড়াই বিনামূল্যে পর্দা পুনঃস্থাপন করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ডিসপ্লে মডিউলের কারণে নভেম্বর ২০১৯ থেকে মে ২০২০-এর মধ্যে তৈরি আইফোন ১১-এ সমস্যা দেখা দিয়েছে। হুট করেই কাজ করা বন্ধ করে দিচ্ছে আইফোনের পর্দা।
সমস্যাটি ঠিক কী কারণে হচ্ছে, তা বিশদভাবে জানায়নি অ্যাপল। নিজেদের সমর্থন পেইজে ক্রেতাদেরকে নিজ নিজ ফোনের সিরিয়াল নম্বর মিলিয়ে নিতে বলছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের দেওয়া নম্বরের সঙ্গে সিরিয়াল নম্বর মিলে গেলে বিনামূল্যে পুনঃস্থাপনের সুযোগ পাবেন তারা।
সুনির্দিষ্ট সময়সীমায় তৈরি আইফোন ১১ -এর বেলায়ই এ ব্যাপারটি প্রযোজ্য। আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স এর আওতায় পড়বে না।
মোট তিনটি পথে ডিভাইসের পর্দা ঠিক করে নিতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। প্রথমটি হচ্ছে, অ্যাপল অনুমোদিত সেবাদাতার কাছ থেকে। দ্বিতীয়টি সরাসরি অ্যাপলের বিক্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে।
তৃতীয় পথটি যারা এ সময় বাসা থেকে বের হতে চাচ্ছেন না, তাদের জন্য - সরাসরি অ্যাপল সাপোর্টের সঙ্গে যোগাযোগ করে অ্যাপল রিপেয়ার সেন্টারের মাধ্যমে ‘মেইল-ইন’ বা ডাকযোগ সেবা ব্যবহার করে পর্দা ঠিক করে নেওয়া যাবে।
যারা এর মধ্যেই সমস্যার মুখে পড়ে অর্থ খরচ করে পর্দা ঠিক করিয়েছেন, তাদেরকে সে অর্থ ফেরত দেওয়ার কথাও জানিয়েছে অ্যাপল। এজন্য তাদেরকে অ্যাপল সাপোর্টে যোগাযোগ করতে বলছে প্রতিষ্ঠানটি।
-
‘মানুষের মতো’ দাবা খেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মায়া’
-
বিশেষ গোপন প্রকল্পে অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল প্রধান
-
ইনস্টাগ্রামে এলো ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’
-
সরকারি বৈদ্যুতিক গাড়ি বহর বানানোর পরিকল্পনায় বাইডেন
-
ভার্চুয়াল রিয়ালিটিতে এবারের ‘সানড্যান্স ফেস্টিভাল’
-
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চ্যাটবট বাতিল করলো ফেইসবুক
-
হিউন্দাই শোরুমে গাড়ি দেখাবে রোবট
-
নতুন আইফোনে ছোট হতে পারে নচ, উন্নত হবে ক্যামেরা
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- মাহমুদউল্লাহর গাড়ি ‘চলছে, চলুক’
- শুরু হলো লাল বলের তুকতাক