পডকাস্ট স্টার্টআপ ‘ওয়ান্ডারি’কে কিনতে পারে অ্যামাজন

পডকাস্ট স্টার্টআপ ‘ওয়ান্ডারি’ কেনার জন্য আলোচনায় বসেছে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্ররা। প্রতিষ্ঠানটির মূল্যমান ধরা হচ্ছে ৩০ কোটি ডলারেরও বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 02:00 PM
Updated : 3 Dec 2020, 02:00 PM

বুধবার অ্যামাজন-ওয়ান্ডারি মালিকানা হাতবদল আলোচনার খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। নিজেদের প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখনও আলোচনা চলছে এবং আলোচনা ফলপ্রসু নাও হতে পারে।

গত মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছিল, অ্যাপল এবং সনি মিউজিক এন্টারটেইনমেন্ট ওয়ান্ডারি কেনার জন্য আলোচনা করেছে। মালিকানা হাতবদল বাবদ ৩০ থেকে ৪০ কোটি ডলার পেতে চাইছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যামাজন ও ওয়ান্ডারি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় দুটি পডকাস্ট নেটওয়ার্কের একটি হলো ‘ওয়ান্ডারি’। এরই মধ্যে এর দুটি অনুষ্ঠান অ্যাপলের বছর সমাপ্তি পডকাস্টের তালিকায়ও জায়গা করে নিয়েছে।

পডকাস্ট স্টার্টআপ হিসেবে ওয়ান্ডারিকে সফল বললে ভুল হবে না। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের এক প্রতিবেদনে উঠে এসেছে, এ বছর চার কোটি ডলারেরও বেশি আয় হতে পারে প্রতিষ্ঠানটির। এর আগে ২০১৯ সালেই নিজস্ব নিবন্ধন সেবা ‘ওয়ান্ডারি প্লাস’ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।