উডুক্কু ট্যাক্সি ব্যবসা বিক্রি করবে উবার

নিজেদের ‘উডুক্কু ট্যাক্সি’ ব্যবসা ‘উবার এলেভেট’ বিক্রি করে দিচ্ছে উবার। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আলোচনা অনেক দূর গড়িয়েছে। অ্যারোস্পেস প্রতিষ্ঠান ‘জোবি অ্যাভিয়েশন’ এর সঙ্গে চলছে ওই আলোচনা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 10:28 AM
Updated : 3 Dec 2020, 10:28 AM

উবার অবশ্য এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি প্রথমে জানিয়েছে অনলাইন সংবাদদাতা অ্যাক্সিওস।

খবর প্রকাশের পরপরই উবার এলেভেটের শেয়ার দর ছয় শতাংশ বেড়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈদ্যুতিক উডুক্কু ট্যাক্সি তৈরির পরিকল্পনা নিয়ে জানুয়ারিতে উবার এলেভেটের সঙ্গে চুক্তিতে যাওয়ার খবর জানিয়েছিল হিউন্দাই মোটর। সাম্প্রতিক মালিকানা হাতবদল সম্পর্কিত খবর আসার পর তারাও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কোভিড-১৯ মহামারীর প্রভাব পড়েছে উবারের ব্যবসাতেও। চলতি বছরের মে মাসে খরচ কমাতে গিয়ে জনশক্তির ২৩ শতাংশ ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। শুধু ‘রাইড-হেইলিং’ ও খাবার সরবরাহ ব্যবসাতে মনেযোগী হওয়ার কথাও জানিয়েছিল তারা।

উবারের স্ব-চালিত গাড়ি ব্যবসাও রয়েছে। খবর এসেছে, ওই ব্যবসাটিও বিক্রি করে দেওয়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।