ইসরায়েলে গরু চড়াচ্ছে ড্রোন

গরুর পাল তাড়ানো ও পর্যবেক্ষণের কাজে ইসরায়েলি খামারে ড্রোনের ব্যবহার শুরু করেছে বিফ্রি এগ্রো। আগে কুকুর এবং রাখাল দিয়ে এই কাজগুলো করতেন খামারিরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 03:02 PM
Updated : 2 Dec 2020, 03:02 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গরুর কাছাকাছি উড়ে দিক নির্দেশনা দেবে রিমোট নিয়ন্ত্রিত ড্রোন। আর লাইভ ভিডিও ফুটেজ পাঠানো হবে খামারির কাছে।

এই ড্রোন প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান বিফ্রি এগ্রোর প্রধান নির্বাহী নোয়াম আজরান বলেছেন, “রাখাল এবং কুকুরের বদলে ড্রোন ব্যবহারে প্রাণীর জন্য কম চাপের পরিবেশ তৈরি হয় এবং কম চাপে থাকা প্রাণী আরও সুস্বাস্থ্যের অধিকারী এবং কার্যক্ষম হয়।”

পশুর বড় পাল এবং চারণভূমিতে ড্রোনগুলো বেশি কার্যকর বলেও উল্লেখ করেছেন আজরান।

এরই মধ্যে এই প্রযুক্তি নিতে সংযুক্ত আরব আমিরাত আগ্রহ দেখিয়েছে বলেও জানিয়েছেন বিফ্রি এগ্রো প্রধান। সেপ্টেম্বেরই ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়ে তুলেছে সংযুক্ত আরব আমিরাত।

আজরান বলেছেন, “আমাদের সমাধান উটের ক্ষেত্রে কাজ করে কি না, তা পর্যবেক্ষণ করতে” চলতি মাসেই গালফ অঞ্চলে যাবেন বিফ্রি এগ্রোর প্রতিনিধিরা।