র‍্যানসমওয়্যার হামলায় বন্ধ বাল্টিমোর স্কুলের শিক্ষা কার্যক্রম

র‍্যানসমওয়্যার হামলা হয়েছে যুক্তরাজ্যের মেরিল্যান্ডের স্কুল ডিস্ট্রিক্টে। এতে পাঠদান কার্যক্রম থমকে গেছে এক লাখ ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 04:16 PM
Updated : 30 Nov 2020, 04:16 PM

র‍্যানসমওয়্যার হামলা এমন এক ধরনের সাইবার হামলা, যেখানে আক্রান্ত ব্যবস্থা লক করে দেয় হামলাকারী৷ এতে কম্পিউটার ব্যবস্থা ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে৷ পরবর্তীতে আক্রান্ত ব্যবস্থা ঠিক করে দিতে মুক্তিপণ দাবি করেন হামলাকারী৷

বিবিসি'র প্রতিবেদন বলছে, বাল্টিমোর কাউন্টি জেলার পাবলিক স্কুলগুলোতে হামলার কারণে অনলাইন শিক্ষা কার্যক্রমে হঠাৎ করেই প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের৷

থ্যাংকসগিভিং ডে'র আগে গত বুধবার সাইবার হামলার শিকার হয় বাল্টিমোরের স্কুলগুলো৷ হামলার কারণে সোমবার এবং মঙ্গলবারও স্কুল বন্ধ রাখা হয়েছে ৷

রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, "আমাদের লক্ষ্য সোমবার এবং মঙ্গলবারে এটি শনাক্ত করা, এবং শিক্ষার্থী ও কর্মীদের ডিভাইসের চাহিদা মেটানো, যাতে নির্দেশনা চালিয়ে যাওয়া সম্ভব হয়৷"

এদিকে স্থানীয় দৈনিক বাল্টিমোর সান প্রতিবেদনে জানিয়েছে, স্কুলের কম্পিউটার ব্যবস্থা পুরোপুরি পুনরুদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে৷ তবে, বিকল্প ব্যবস্থায় কয়েক দিনের মধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে৷

কর্মীদের জন্য অফিস খোলা রেখেছে স্কুল কর্তৃপক্ষ৷ আর বিনামূল্যে স্কুলের খাবার সরবরাহও চালিয়ে যাচ্ছে তারা৷

সামাজিক মাধ্যমে আপডেট জানাচ্ছে স্কুল ডিস্ট্রিক্ট৷ স্কুলের জন্য ব্যবহৃত উইন্ডোজ ল্যাপটপ দিয়ে লগ ইন করতেও শিক্ষার্থীদেরকে নিষেধ করেছে কর্তৃপক্ষ৷

হামলার প্রকৃতি বিষয়ে বিস্তারিত না জানালেও এটিকে নিজেদের "প্রযুক্তি ব্যবস্থায় সর্বনাশা হামলা" হিসেবে উল্লেখ করেছে স্কুল কর্তৃপক্ষ৷