কার্যালয়ের ভেতরে রোবট সরবরাহ সেবার পরীক্ষায় এলজি
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 08:28 PM BdST Updated: 30 Nov 2020 08:28 PM BdST
-
ছবি- এলজি ইলেকট্রনিক্স
রিমোট দিয়ে নিয়ন্ত্রণ ছাড়াই কার্যালয়ের ভেতরে ঢুকে নির্দিষ্ট স্থানে পণ্য সরবরাহ করবে এমন রোবটের পরীক্ষা শুরু করেছে এলজি। তিনটি ড্রয়ারে ১৫ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে ক্লয় সার্ভবটের নামের ওই রোবটটি।
সোমবার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় স্টোর চেইন জিএস২৫ পরিচালিত স্টোরগুলো থেকে সিউলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এলজি সায়েন্স পার্কের মধ্যে গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করবে রোবটটি।
এর আগে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে রোবট অ্যাসিস্টেন্ট নামিয়েছে এলজি। সেখানে সরঞ্জাম, রক্তের নমুনা, ওষুধ এবং অন্যান্য পণ্য সংগ্রহ ও সরবরাহের কাজ করছে রোবটটি। এতে কাজের চাপ কিছুটা কমার কারণে রোগীদের দিকে নজর বাড়াতে পারছেন কর্মীরা।
প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানিয়েছে, নতুন সরবরাহ রোবটটি নিজেই নয় তলা ভবনটিতে লিফটে ওঠানামা করে দুপুরের খাবার, স্যান্ডউইচ এবং পানীয় সরবরাহ করতে পারে।
সরাসরি কাকাওটক চ্যাট অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারছেন গ্রাহক। অর্ডার আসার পর স্টোরের কর্মীরা রোবটের ড্রয়ারে পণ্য রেখে গন্তব্য ঠিক করে দিচ্ছেন।
এর আগে মার্চ মাসে একটি রেস্টুরেন্টে ক্লয় সার্ভবটের পরীক্ষা চালিয়েছে এলজি। ওই সময় রেস্টুরেন্টের টেবিলে খাবার সরবরাহ করছিলো রোবটটি।
-
টুইটারে এসেই ইলন মাস্ককে ফোকসভাগেন প্রধানের খোঁচা
-
ল্যাপটপের জন্য ৯০ হার্টজ ওএলইডি পর্দা বানাবে স্যামসাং ডিসপ্লে
-
হোয়াইট হাউস ওয়েবসাইটে ‘কোডার’ চেয়ে গোপন কোড
-
হোয়াটসঅ্যাপ: ভারতীয় পার্লামেন্ট ডেকেছে ফেইসবুককে
-
বুড়ো আঙ্গুলই ছিটকে ফেলল শীর্ষ গেইমারকে
-
ট্রাম্পকে ম্যাক প্রো উপহার দিয়েছিলেন টিম কুক
-
হোয়াটসঅ্যাপ নিয়ে এতো আলোচনা কেন?
-
নতুন টেলিযোগাযোগ স্যাটেলাইট পাঠালো চীন
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’