‘কিউডি-ওএলইডি’ পর্দা প্রশ্নে পরীক্ষায় নামছে স্যামসাং
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 10:32 PM BdST Updated: 29 Nov 2020 10:32 PM BdST
-
ছবি: রয়টার্স
নতুন ‘কিউডি-ওএলইডি’ পর্দা বানাতে চাইছে স্যামসাং ডিসপ্লে। আগামী মাসেই ‘কিউডি-ওএলইডি’ পর্দার উৎপাদন লাইনের জন্য পরীক্ষা শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিজেদের উৎপাদন লাইনটির নাম ‘কিউ১’ রেখেছে স্যামসাং ডিসপ্লে। মূলত কিউ১ -এর অধীনে ‘কিউডি-ওএলইডি’ প্যানেল তৈরি করবে প্রতিষ্ঠানটি। জুলাই মাসেই কিউডি-ওএলইডি পর্দা বানানোর প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছে তারা।
ওই সময় স্যামসাং ডিসপ্লে জানিয়েছিল, বছরের শেষ নাগাদ উৎপাদন লাইন তৈরির কাজ শেষ হয়ে যাবে, আর ২০২১ সাল থেকেই বড় মাপে উৎপাদন শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও জানিয়েছে, হিসেবে ‘কিউ১’ স্যামসাং ডিসপ্লের ৮.৫ তম প্রজন্মের উৎপাদন লাইন।
টাইমস নাও –এর প্রতিবেদন বলছে, স্মার্টফোনের ছোট আকারের ওএলইডি পর্দা খাতে স্যামসাং ডিসপ্লে আধিপত্য বিস্তারি অবস্থানে থাকলেও, বড় প্যানেলের বেলায় সুবিধাজনক অবস্থানে নেই প্রতিষ্ঠানটি।
স্যামসাংয়ের ‘লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে’ (এলসিডি) ব্যবসা বাজারে বিপাকে পড়েছে চীনা প্রতিদ্বন্দ্বী বিওই-এর মতো প্রতিষ্ঠানের কাছে। অন্যদিকে, এখন পর্যন্ত একাই বড় মাপের ওএলইডি প্যানেল তৈরি করে যাচ্ছে এলজি ডিসপ্লে।
সামনে ওএলইডি প্যানেল খাত কতোটা এগোবে তা অনেকটাই নির্ভর করবে স্যামসাং ডিসপ্লে’র কিউডি-ওএলইডি পর্দার সাফল্যের উপর।
ডিসেম্বর থেকে স্যামসাংয়ের তিন মাস সময় লাগবে উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ঠিকমতো নিতে। আর প্রায় ছয় মাস লাগবে উৎপন্ন পণ্যের হার স্থিতিশীল করতে। স্যামসাং ডিসপ্লে কিউডি-ওএলইডি খাতে আরও বিনিয়োগ করবে কি না, তা জানা যাবে ২০২১ সালের মে মাসে।
-
সবচেয়ে বড় আইওটি বাজার হতে যাচ্ছে চীন
-
পোর্টেবল ওয়্যারলেস চার্জার ব্যবহার থামাতে বলছে বেলকিন
-
ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল
-
ফোল্ডএবল ফোনেও এস পেন আনার প্রস্তুতি স্যামসাংয়ের
-
অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের বিজ্ঞাপন নেবে না ফেইসবুক
-
ডাকডাকগো’র প্রতিদিনের সার্চ দশ কোটি ছাড়িয়েছে
-
স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস
-
পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার