ফুসফুসের এক্স-রে দেখে কোভিড-১৯ শনাক্ত করবে এআই

ফুসফুসের এক্স-রে বিশ্লেষণ করে করোনাভাইরাস শনাক্ত করবে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম বানিয়েছেন একদল গবেষক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 03:47 PM
Updated : 29 Nov 2020, 03:47 PM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, ডিপকোভিড-এক্সআর নামের মেশিন লার্নিং অ্যালগরিদমটি একদল বিশেষজ্ঞ বক্ষ রেডিওলজিস্টকেও হার মানিয়েছে। এক্স-রে থেকে দলটির চেয়ে ১০ গুণ দ্রুত এবং আরও নিখুঁতভাবে করোনাভাইরাস শনাক্ত করতে পেরেছে অ্যালগরিদমটি।

রেডিওলজিস্টরা সঠিক ফলাফল দিয়েছেন ৭৬ থেকে ৮১ শতাংশ৷ আর ডিপকোভিড-এক্সআর সঠিক ফলাফল দিয়েছে ৮২ শতাংশ৷

রেডিও জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, গবেষকদের বিশ্বাস কোভিড-১৯ ছাড়া অন্য কারণে যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের দ্রুত পরীক্ষার জন্য এআই ব্যবস্থাটি ব্যবহার করা যেতে পারে৷

প্রাথমিক পর্যায়ে দ্রুত করোনাভাইরাস শনাক্ত করা গেলে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে সহায়তা হবে৷

গবেষণার লেখকও বিশ্বাস করেন, অ্যালগরিদমটি রোগীকে শনাক্ত করে আইসোলেশনে এবং পরীক্ষার জন্য পাঠাতে পারে৷

গবেষণার লেখক যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অ্যাগেলস কাতসাগেলস বলেছেন, "আমরা আসল পরীক্ষা বদলানোর লক্ষ্যে এগোচ্ছি না৷ এক্স-রে হলো নিয়মিত, নিরাপদ এবং কম খরচের ব্যবস্থা৷ আমাদের ব্যবস্থায় একজন রোগীর পরীক্ষা করতে কয়েক সেকেন্ড সময় লাগবে৷"

নতুন অ্যালগরিদমটি বানাতে, প্রশিক্ষণ দিতে এবং পরীক্ষা করতে বুকের দুইপাশের ১৭ হাজার এক্স-রে ব্যবহার করেছেন গবেষকরা৷ কোভিড-১৯ এর সময়ে এআই ব্যবস্থা প্রশিক্ষণ দিতে এটিই সবচেয়ে বড় ক্লিনিকাল ডেটাসেট৷

এই এক্স-রেগুলোর মধ্যে পাঁচ হাজার ৪৪৫টি এসেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর থেকে৷

এই ছবিগুলো পরীক্ষা করতে প্রত্যেক রেডিওলজিস্ট সময় নিয়েছেন আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা৷ সেখানে এআই ব্যবস্থা সময় নিয়েছে ১৮ মিনিট ৷