ফুসফুসের এক্স-রে দেখে কোভিড-১৯ শনাক্ত করবে এআই
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 09:47 PM BdST Updated: 29 Nov 2020 09:47 PM BdST
ফুসফুসের এক্স-রে বিশ্লেষণ করে করোনাভাইরাস শনাক্ত করবে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম বানিয়েছেন একদল গবেষক।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, ডিপকোভিড-এক্সআর নামের মেশিন লার্নিং অ্যালগরিদমটি একদল বিশেষজ্ঞ বক্ষ রেডিওলজিস্টকেও হার মানিয়েছে। এক্স-রে থেকে দলটির চেয়ে ১০ গুণ দ্রুত এবং আরও নিখুঁতভাবে করোনাভাইরাস শনাক্ত করতে পেরেছে অ্যালগরিদমটি।
রেডিওলজিস্টরা সঠিক ফলাফল দিয়েছেন ৭৬ থেকে ৮১ শতাংশ৷ আর ডিপকোভিড-এক্সআর সঠিক ফলাফল দিয়েছে ৮২ শতাংশ৷
রেডিও জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, গবেষকদের বিশ্বাস কোভিড-১৯ ছাড়া অন্য কারণে যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের দ্রুত পরীক্ষার জন্য এআই ব্যবস্থাটি ব্যবহার করা যেতে পারে৷
প্রাথমিক পর্যায়ে দ্রুত করোনাভাইরাস শনাক্ত করা গেলে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে সহায়তা হবে৷
গবেষণার লেখকও বিশ্বাস করেন, অ্যালগরিদমটি রোগীকে শনাক্ত করে আইসোলেশনে এবং পরীক্ষার জন্য পাঠাতে পারে৷
গবেষণার লেখক যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অ্যাগেলস কাতসাগেলস বলেছেন, "আমরা আসল পরীক্ষা বদলানোর লক্ষ্যে এগোচ্ছি না৷ এক্স-রে হলো নিয়মিত, নিরাপদ এবং কম খরচের ব্যবস্থা৷ আমাদের ব্যবস্থায় একজন রোগীর পরীক্ষা করতে কয়েক সেকেন্ড সময় লাগবে৷"
নতুন অ্যালগরিদমটি বানাতে, প্রশিক্ষণ দিতে এবং পরীক্ষা করতে বুকের দুইপাশের ১৭ হাজার এক্স-রে ব্যবহার করেছেন গবেষকরা৷ কোভিড-১৯ এর সময়ে এআই ব্যবস্থা প্রশিক্ষণ দিতে এটিই সবচেয়ে বড় ক্লিনিকাল ডেটাসেট৷
এই এক্স-রেগুলোর মধ্যে পাঁচ হাজার ৪৪৫টি এসেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর থেকে৷
এই ছবিগুলো পরীক্ষা করতে প্রত্যেক রেডিওলজিস্ট সময় নিয়েছেন আড়াই থেকে সাড়ে তিন ঘন্টা৷ সেখানে এআই ব্যবস্থা সময় নিয়েছে ১৮ মিনিট ৷
-
সবচেয়ে বড় আইওটি বাজার হতে যাচ্ছে চীন
-
পোর্টেবল ওয়্যারলেস চার্জার ব্যবহার থামাতে বলছে বেলকিন
-
ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল
-
ফোল্ডএবল ফোনেও এস পেন আনার প্রস্তুতি স্যামসাংয়ের
-
অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের বিজ্ঞাপন নেবে না ফেইসবুক
-
ডাকডাকগো’র প্রতিদিনের সার্চ দশ কোটি ছাড়িয়েছে
-
স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস
-
পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার