সামনেই আসতে পারে টেসলা ‘স্ব-চালনা’ সফটওয়্যার আপডেট

“বিশেষজ্ঞ এবং সতর্ক” কিছু চালকের জন্য “সম্পূর্ণ স্ব-চালনা” সফটওয়্যারের বেটা সংস্করণ নিয়ে এসেছিল টেসলা। এবার সে পরিধি আরও বাড়ানোর কথা জানালো প্রতিষ্ঠানটি। আরও অনেককে সফটওয়্যারটির আপডেট দেওয়ার আভাস জানালো মার্কিন এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 04:53 PM
Updated : 28 Nov 2020, 04:53 PM

আগামী দুই সপ্তাহের মধ্যে সফটওয়্যার আপডেট চলে আসতে পারে বলে জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এর আগে অক্টোবরে এসেছিল সফটওয়্যারটির বেটা সংস্করণ। ওই সময়ে ঠিক কত সংখ্যক চালক সফটওয়্যারটি পেয়েছেন, সেটি এখনও জানায়নি টেসলা।

রয়টার্স উল্লেখ করেছে, এক ব্যবহারকারী মাস্কের কাছে জানতে চেয়েছিলেন সফটওয়্যারটি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পাওয়া যাবে কি না। উত্তরে মাস্ক লেখেন, “হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যেই আরও বড় বেটা আনবো।”

এবারই প্রথম নয়। এর আগেও মাস্ক জানিয়েছিলেন, বছরের শেষের দিকে স্ব-চালনা সফটওয়্যারের আপডেট বড় পরিসরে আনবে টেসলা। রয়টার্স মন্তব্য করেছে, সফটওয়্যারের প্রক্রিয়াটি প্রতিনিয়ত ডেটা সংগ্রহ করে আরও শক্তিশালী হয়ে উঠছে।