গুগল ডুডলে মুনীর চৌধুরী

শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিন স্মরণ করতে ২৭ নভেম্বর প্রথম প্রহরে ডুডল প্রকাশ করেছে গুগল। আধুনিক বাংলা নাটকের এই পথ প্রদর্শকের জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2020, 11:15 AM
Updated : 27 Nov 2020, 11:15 AM

বাংলাদেশ থেকে গুগলের সার্চ পাতায় গেলে দেখা যাচ্ছে, মোটা কালো ফ্রেমের চশমা পরে গায়ে শাল জড়িয়ে খোলা বই হাতে দাঁড়িয়ে রয়েছেন মুনীর চৌধুরী।

আর লোগোতে ক্লিক করলে গ্রাহককে ডুডলের বিস্তারিত পাতায় নিয়ে যাচ্ছে গুগল। মুনীর চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে এই পাতায়।

কবর, রক্তাক্ত প্রান্তরের মতো বিখ্যাত নাটকের জন্য সুপরিচিত মুনীর চৌধুরী লড়াই করেছেন বাংলা ভাষার স্বীকৃতির জন্য, প্রতিবাদ করেছেন সব অন্যায় নীপিড়নের।

শিক্ষা জীবনে একাধিক মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন মুনীর। প্রথম মাস্টার্সের পর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োগ পান তিনি।

ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী হওয়ার কারণে ১৯৫২ সালে জেলে যেতে হয়েছে তাকে। ষাটের দশকের মাঝামাঝি উন্নত বাংলা টাইপরাইটার কিবোর্ডের নকশাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

১৯৮০ সালে মুনীর চৌধুরীকে মরণোত্তর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দিয়েছে বাংলাদেশ সরকার।