মৃগী রোগ আক্রান্তদের রক্ষার্থে ফিচার আনলো টিকটক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 06:17 PM BdST Updated: 26 Nov 2020 06:17 PM BdST
-
ছবি: রয়টার্স
আলোক সংবেদনশীল মৃগী রোগাক্রান্ত ব্যক্তিদের রক্ষার্থে নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। চাইলে ওই ফিচারের সাহায্যে মৃগী রোগীরা সুনির্ষিষ্ট কিছু ভিডিও এড়াতে পারবেন।
ফিচার আনার প্রায় এক মাস আগে থেকেই আলোর ঝলক রয়েছে, এমন ভিডিওগুলোতে লেবেল জুড়তে শুরু করেছিল টিকটক। কিন্তু এবার আর লেবেল নয়, সরাসরি ‘স্কিপ অল’ অপশন নিয়ে হাজির হলো প্ল্যাটফর্মটি।
বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলকে এ ধরনের ভিডিও থেকে দূরে রাখতে পারবেন।
এ প্রসঙ্গে এক মৃগী রোগ সংশ্লিষ্ট দাতব্য সংস্থা জানিয়েছে, অন্যান্য প্ল্যাটফর্মও এরকম করবে বলে আশা রয়েছে তাদের। এখন থেকে কোনো ব্যবহারকারীর সামনে আলোক সংবেদনশীল ভিডিও চলে এলে তাদেরকে একটি নোটিফিকশন পাঠানো হবে।
ভবিষ্যতে এ ধরনের সব ভিডিও এড়িয়ে যাওয়ার আহবান জানানো হবে ওই নোটিফিকেশনে। টিকটক জানিয়েছে, প্ল্যাটফর্মকে “সবার জন্য প্রবেশযোগ্য” বানাতে চায় তারা।
হুট করেই এক ধরনের ভিডিও আলোর ফিল্টার ও ‘সিজার-চ্যালেঞ্জ’ জনপ্রিয় হয়ে ওঠে গোটা টিকটক প্ল্যাটফর্মে। ওই চ্যালেঞ্জে সাড়া দিয়ে ব্যবহারকারীরা ক্যামেরার সামনে লুসিড ড্রিমস গান বাজিয়ে মৃগী রোগ আক্রমণের প্রভাব নকল করা শুরু করে।
পরে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদের আওয়াজ তোলে বিশ্বে মৃগী রোগ সংশ্লিষ্ট নানাবিধ দাতব্য সংস্থা। চ্যালেঞ্জটিকে খুব আপত্তিকর বলেও আখ্যায়িত করে তারা।
বিবিসি উল্লেখ করেছে, শুধু যুক্তরাজ্যেই প্রতিদিন ৩৭ লাখ ব্যবহারকারী সক্রিয়ভাবে টিকটক ব্যবহার করেন। দাতব্য সংস্থা ‘ইউকে’স এপিলেপসি সোসাইটি’র অনুমান, এর মধ্যে অন্তত দুই লাখ ৪০ হাজার ব্যবহারকারী আলোক সংবেদনশীল মৃগী রোগে আক্রান্ত।
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে