নিষিদ্ধ কনটেন্ট প্রশ্নে ফের রাশিয়ায় তোপের মুখে গুগল 

গুগলের বিরুদ্ধে “প্রশাসনিক কার্যক্রম” শুরু করছে রাশিয়া। দেশটির যোগাযোগ তদারক রসকম্যান্ডজর জানিয়েছে, গুগল নিজেদের সার্চ ইঞ্জিন থেকে নিষিদ্ধ কনটেন্ট মুছতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2020, 04:24 PM
Updated : 24 Nov 2020, 04:24 PM

রসকম্যান্ডজর আরও জানিয়েছে, “ক্ষতিকর কনটেন্ট” ৩০ শতাংশ পর্যন্ত মুছতে ব্যর্থ হয়েছে গুগল। এ কনটেন্টগুলোর কোনো কোনোটি উগ্রবাদী, পর্নোগ্রাফিক এবং আত্মঘাতী সদৃশ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।      

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রসকম্যান্ডজরের “প্রশাসনিক কার্যক্রম” মামলা পর্যন্ত গড়াতে পারে এবং গুগলকে ৫০ লাখ রুবল বা ৬৫ হাজার ছয়শ’ ৭০ ডলার জরিমানা করা হতে পারে।

গুগল রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অগাস্টে রাশিয়ান এক আদালত গুগলকে এক লাখ ৫০ হাজার রুবল জরিমানা করেছিল। সে বারও প্রতিষ্ঠানটির নামে রাশিয়ায় নিষিদ্ধ কনটেন্ট ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছিল। 

অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও অতীতে রাশিয়ায় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত সপ্তাহে এক খসড়া আইন উপস্থাপন করেছেন দেশটির আইনপ্রণেতারা। ওই আইনের মাধ্যমে মার্কিন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ইন্টারনেট প্রবেশাধিকার বন্ধ রাখতে পারবে রাশিয়া।

রাশিয়ায় মাইক্রোসফটের লিংকডইন বর্তমানে ব্লকড। দেশটিতে ২০১৫ সালে পাশ হওয়া এক ডেটা সংরক্ষণ আইন ভেঙেছিল লিংকডইন। ওই আইনে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সব রাশিয়ান নাগরিকের ডেটা দেশের ভেতরেই সংরক্ষণ করতে হবে।