নিষিদ্ধ কনটেন্ট প্রশ্নে ফের রাশিয়ায় তোপের মুখে গুগল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2020 10:24 PM BdST Updated: 24 Nov 2020 10:24 PM BdST
-
ছবি: রয়টার্স
গুগলের বিরুদ্ধে “প্রশাসনিক কার্যক্রম” শুরু করছে রাশিয়া। দেশটির যোগাযোগ তদারক রসকম্যান্ডজর জানিয়েছে, গুগল নিজেদের সার্চ ইঞ্জিন থেকে নিষিদ্ধ কনটেন্ট মুছতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রসকম্যান্ডজর আরও জানিয়েছে, “ক্ষতিকর কনটেন্ট” ৩০ শতাংশ পর্যন্ত মুছতে ব্যর্থ হয়েছে গুগল। এ কনটেন্টগুলোর কোনো কোনোটি উগ্রবাদী, পর্নোগ্রাফিক এবং আত্মঘাতী সদৃশ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রসকম্যান্ডজরের “প্রশাসনিক কার্যক্রম” মামলা পর্যন্ত গড়াতে পারে এবং গুগলকে ৫০ লাখ রুবল বা ৬৫ হাজার ছয়শ’ ৭০ ডলার জরিমানা করা হতে পারে।
গুগল রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অগাস্টে রাশিয়ান এক আদালত গুগলকে এক লাখ ৫০ হাজার রুবল জরিমানা করেছিল। সে বারও প্রতিষ্ঠানটির নামে রাশিয়ায় নিষিদ্ধ কনটেন্ট ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছিল।
অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও অতীতে রাশিয়ায় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত সপ্তাহে এক খসড়া আইন উপস্থাপন করেছেন দেশটির আইনপ্রণেতারা। ওই আইনের মাধ্যমে মার্কিন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ইন্টারনেট প্রবেশাধিকার বন্ধ রাখতে পারবে রাশিয়া।
রাশিয়ায় মাইক্রোসফটের লিংকডইন বর্তমানে ব্লকড। দেশটিতে ২০১৫ সালে পাশ হওয়া এক ডেটা সংরক্ষণ আইন ভেঙেছিল লিংকডইন। ওই আইনে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সব রাশিয়ান নাগরিকের ডেটা দেশের ভেতরেই সংরক্ষণ করতে হবে।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ