শীর্ষ ধনীর তালিকা: গেটসকে হটিয়ে দ্বিতীয় মাস্ক

মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2020, 03:15 PM
Updated : 24 Nov 2020, 03:15 PM

বিশ্বের শীর্ষ পাঁচশ’ ধনী ব্যক্তির সম্পদের তথ্যে নজর রাখা বিলিয়নেয়ার ইনডেক্স-এর বরাত দিয়ে মাস্কের দ্বিতীয় অবস্থানে ওঠার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।

টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এরও প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার মাস্কের সম্পদ সাতশ’ ২০ কোটি মার্কিন ডলার বেড়ে ১২ হাজার আটশ’ কোটি ডলারের ঘরে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

গত সপ্তাহেই শীর্ষ ধনীর তালিকায় ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গকে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে তৃতীয় স্থান দখল করেছিলেন মাস্ক।

বর্তমানে এই তালিকায় মাস্কের সামনে রয়েছেন শুধু অ্যামাজন প্রধান জেফ বেজোস। ২০১৭ সালে বিল গেটসের কাছ থেকে শীর্ষ স্থানটি দখল করেছেন তিনি।

এবার মাস্ক গেটসকে ঠেলে দিয়েছেন তৃতীয় অবস্থানে। বিলিয়নেয়ার ইনডেক্স-এর তথ্য অনুসারে, আট বছরে এই নিয়ে দুইবার শীর্ষ দুইয়ে নাম থাকেনি গেটসের।

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, জনকল্যাণে বিপুল পরিমাণ অর্থ খরচ না করলে গেটসের সম্পদ হয়তো বর্তমানের ১২ হাজার সাতশ’ ৭০ কোটি মার্কিন ডলারের চেয়েও অনেক বেশি হতো। ২০০৬ সাল থেকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দুই হাজার সাতশ’ কোটিরও বেশি তহবিল দিয়েছেন গেটস।