এখন অ্যাপ ছাড়াই গান শনাক্ত করতে পারবে আইফোন

কোনো গান বাজছে তা সহজেই শনাক্ত করতে পারবে আইফোন এবং আইপ্যাড এমনই এক ফিচার চালু করেছে অ্যাপল। চলতি মাসের শুরুতেই সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটি উন্মুক্ত করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 11:56 AM
Updated : 23 Nov 2020, 11:56 AM

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, নতুন আইওএস আপডেটে গান শনাক্তকরণের জন্য আলাদা একটি বাটন যোগ করেছে অ্যাপল।

২০১৮ সালে ৪০ কোটি মার্কিন ডলারে গান শনাক্তকরণ অ্যাপ শাজাম অধিগ্রহণ করেছিলো অ্যাপল। ফিচারটিকে শাজাম অ্যাপকে কাজে লাগানোরই একটি উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ফিচারটি ব্যবহার করতে হলে আইফোন এবং আইপ্যাডের কন্ট্রোল সেন্টার মেনুতে একটি বাটন যোগ করে নিতে হবে। যখনই আপনি কোনো গান শুনবেন, বাটনটি চেপে জেনে নিতে পারবেন গানটির শিল্পী কে?

যেভাবে সেট করবেন গান শনাক্তকারী বাটনটি:

>>> প্রথমে নিশ্চিত করতে হবে আপনার ডিভাইসে সর্বশেষ আপডেট ইনস্টল রয়েছে কি না। আইওএস ১৪.২ বা তার পরের সংস্করণ থাকতে হবে ডিভাইসে।

>>> আপডেট ইনস্টল থাকলে ডিভাইসের সেটিংস মেনুতে যান।

>>> কন্ট্রোল সেন্টার চাপুন।

>>> ‘মোর’ বাটনে স্ক্রল করুন এবং মিউজিক রিকগনিশনের পাশে থাকা সবুজ ‘+’ চিহ্ন চাপুন।

এতে কন্ট্রোল সেন্টারে যোগ হবে মিউজিক রিকগনিশন বাটন।

ফিচারটির মাধ্যমে যখনই আপনি কোনো গান শুনবেন, যদি হেডফোনের মাধ্যমেও প্লেলিস্ট শুনতে থাকেন, তাহলেও বাটন চেপে গানের নাম এবং শিল্পীর নাম জেনে নিতে পারবেন।