শীঘ্রই আইফোন, আইপ্যাডে আসবে গুগল স্টেডিয়া

শীঘ্রই অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের জন্য গুগলের ক্লাউড গেইমিং সেবা ‘স্টেডিয়া’ উন্মোচন করা হবে বলে ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 04:24 PM
Updated : 22 Nov 2020, 04:24 PM

নতুন একটি ওয়েব অ্যাপের মাধ্যমে এই সেবাটি গুগল অ্যাপল ডিভাইসে আনবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টেডিয়ার একটি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ সংস্করণ বানাচ্ছে প্রতিষ্ঠানটি, যা সাফারি ওয়েব ব্রাউজারের মোবাইল সংস্করণে চলছে।

সামনের বছর একই পন্থায় ক্লাউড গেইমিং সেবা ‘এক্সক্লাউড’ আইওএস ডিভাইসে আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট।

ক্লাউড গেইমিং সেবায় অ্যাপলের সীমাবদ্ধতার কারণে সেবা উন্মোচনের পরও আইওএস ডিভাইসে এটি চালু করতে পারেনি গুগল।

এদিকে অগাস্টে অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোরে ক্লাউড গেইমিং সেবার অনুমোদন রয়েছে। তবে, প্রতিটি গেইম আলাদাভাবে যাচাইয়ের জন্য অ্যাপলের অ্যাপ স্টোর দলের কাছে জমা দিতে হবে।

সম্প্রতি গ্রাফিকস জায়ান্ট এনভিডিয়া জানিয়েছে, এখন আইওএস সাফারিতে বেটা সংস্করণে চলছে ‘জিফোর্স নাও’ ক্লাউড গেইমিং সেবা। শীঘ্রই এই সেবায় চালু হবে জনপ্রিয় ভিডিও গেইম ফোর্টনাইট। সম্প্রতি অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট নিষিদ্ধ করেছে অ্যাপল।

অ্যাপলের অ্যাপ স্টোরের ঝক্কি এড়াতে ওয়েব অ্যাপ বানাচ্ছে অ্যামাজনের ক্লাউড গেইমিং সেবা লুনারও।