শীঘ্রই আইফোনে ফোর্টনাইট ফেরাবে এনভিডিয়া, এপিক

আইফোনে জনপ্রিয় ভিডিও গেইম ফোর্টনাইট ফেরাতে কাজ করছে এনভিডিয়া এবং এপিক গেইমস৷ 'নিকট ভবিষ্যতে' এনভিডিয়ার স্ট্রিমিং গেইম সেবার আওতায় গেইমটি ফেরানোর পরিকল্পনা করছে এপিক৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2020, 01:03 PM
Updated : 20 Nov 2020, 01:03 PM

অগাস্ট মাস থেকেই আইফোনে ফোর্টনাইট গেইমটি ব্লক করেছে অ্যাপল৷ এপিক নিজস্ব বিলিং সেবা চালু করার পর অ্যাপ স্টোর থেকে গেইমটি সরিয়ে দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি৷

এপিকের নিজস্ব বিলিং সেবার কারণে অ্যাপ স্টোরের নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে দাবি অ্যাপলের৷ এরপরই অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে এপিক গেইমস৷

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনভিডিয়া এবং এপিক বলছে সাফারি ওয়েব ব্রাউজার উপযোগী সংস্করণের মাধ্যমে আইফোনে ফিরবে ফোর্টনাইট৷ সাফারি ব্রাউজারে অ্যাপলের বিলিং সেবা ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই৷

ভিডিও গেইমিং খাতে সবচেয়ে বড় চিপ সরবরাহ প্রতিষ্ঠান এনভিডিয়া৷ জিফোর্স নাও ক্লাউড-ভিত্তিক গেইমিং সেবার মাধ্যমে ব্যবসার পরিধি আরও বাড়ানোর প্রচেষ্টা করছে প্রতিষ্ঠানটি৷

বৃহস্পতিবার এনভিডিয়া জানিয়েছে, অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের জন্য জিফোর্স নাও-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করছে তারা৷

ব্লগ পোস্টে এনভিডিয়া জানিয়েছে, এই সেবার মাধ্যমে আইফোনের সঙ্গে গেইম প্যাড লাগিয়ে অ্যাসাসিন'স ক্রিড ভাল্হালা এবং শ্যাডো অফ দ্য টম্ব রেইডারের মতো গেইম খেলতে পারবেন এনভিডিয়ার ৫০ লাখ নিবন্ধিত গ্রাহক৷

এদিকে এনভিডিয়া বলেছে, আইফোনের সাফারি ব্রাউজারের জন্য ফোর্টনাইটের একটি সংস্করণ আনতে এপিকের সঙ্গে কাজ চলছে, যাতে কন্ট্রোলারের দরকার হবে না৷