কিশোর বয়সীদের টিকটকে নিয়ন্ত্রণ বাড়লো মা-বাবার

কিশোর সন্তানের অ্যাকাউন্টের ওপর মা-বাবার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক৷ সন্তানেরা কী দেখতে পারবে এবং অ্যাকাউন্টটি কতোটা ব্যক্তিগত, তা জানতে পারবেন মা-বাবা৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 01:41 PM
Updated : 18 Nov 2020, 01:41 PM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, টিকটকের বেশিরভাগ আপডেট গোপনতা বিষয়ে৷ সন্তানের ভিডিওতে কারা মন্তব্য করতে পারবেন তার নিয়ন্ত্রণ থাকবে মা-বাবার হাতে৷

অ্যাকাউন্ট কারা দেখতে পারবেন এবং যে ভিডিওগুলো সন্তানেরা লাইক দিচ্ছেন সেগুলো কারা দেখতে পাচ্ছেন সে বিষয়গুলোও সীমিত করতে পারবেন মা-বাবা৷

ইতোমধ্যেই মা-বাবার জন্য সন্তানের ডিরেক্ট মেসেজেস-এ সীমাবদ্ধতা দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়ার সু্যোগ দিয়েছে টিকটক৷

কনটেন্টের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা চালু করেছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি৷ ভিডিও, গ্রাহক, হ্যাশট্যাগ বা সাউন্ড অনুসন্ধানে কিশোর সন্তানকে বাধা দিতে পারবেন বাবা-মা৷ ফলে অ্যাপে নির্দিষ্ট কনটেন্ট খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে সন্তানের জন্য৷

সবগুলো অপশনই টিকটকের 'ফ্যামিলি পেয়ারিং' ফিচারের অংশ৷ এই টুলের মাধ্যমে শিশুর অ্যাকাউন্টকে নিজের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে সীমাবদ্ধতা দিতে পারেন বাবা-মা৷

যে কোনো সময় এই ফিচারটি অবশ্য বন্ধ করতে পারবে সন্তান৷ তবে, সঙ্গে সঙ্গে মা-বাবার কাছে নোটিফিকেশন চলে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ৷