নতুন গেইমিং কনসোলে রেকর্ড বিক্রি মাইক্রোসফটের

এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এসকে এযাবতকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেইমিং কনসোল হিসেবে ঘোষণা করেছে মাইক্রোসফট৷ যদিও বিক্রির নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 04:18 PM
Updated : 15 Nov 2020, 04:18 PM

১০ নভেম্বর বিশ্ব বাজারে এসেছে প্রতিষ্ঠানের নতুন কনসোল এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এস৷

এক্সবক্স প্রধান ফিল স্পেনসারের বরাত দিয়ে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মহামারীর মধ্যেও আগের সব রেকর্ড ভেঙ্গেছে নতুন এক্সবক্স৷

এক টুইট বার্তায় গেইমিং সমাজকে ধন্যবাদ জানিয়ে স্পেনসার বলেছেন, "এক্সবক্স-এর ইতিহাসে সবচেয়ে বড় উন্মোচন৷" ২৪ ঘন্টার মধ্যে "আগের যে কোনো সময়ের চেয়ে আরও  বেশি সংখ্যক দেশে আরও কনসোল বিক্রি হয়েছে৷"

স্পেনসার আরও বলেছেন, সরবরাহ ঘাটতির কারণে অনেক গ্রাহক কনসোল অর্ডার করতে পারছেন না৷

শুরুতেই ৩৭টি দেশের বাজারে আনার কারণে কিছুটা সুবিধা পেয়েছে এক্সবক্স এক্স এবং এস, যা ২০১৩ সালের এক্সবক্স ওয়ান উন্মোচনের প্রায় তিন গুণ৷

২০১৫ সাল থেকে বিক্রির সংখ্যা প্রকাশ বাদ দিয়েছে মাইক্রোসফট৷ বিক্রির সংখ্যার চেয়ে খেলোয়াড়ের সংখ্যায় নজর দিতে এটি সাধারণ কৌশল বলে উল্লেখ করেছেন এক্সবক্স প্রধান৷