বাজার আধিপত্যের অভিযোগ, তুরস্কে জরিমানায় গুগল

বাজার আধিপত্যের অভিযোগে তুরস্কে  জরিমানার মুখে পড়েছে গুগল। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে টার্কিশ কম্পিটিশন বোর্ড ১৯ কোটি ৬৭ লাখ লিরা জরিমানা করেছে, মার্কিন অর্থমূল্যের হিসেবে জরিমানার অঙ্ক দাঁড়ায় দুই কোটি ৬০ লাখ ডলারে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 11:12 AM
Updated : 15 Nov 2020, 11:12 AM

গুগলের বিরুদ্ধে টার্কিশ কম্পিটিশন বোর্ডের অভিযোগ, বাজার আধিপত্যের সুযোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার এ ব্যাপারে তুরস্কের ওই বোর্ড আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

টার্কিশ কম্পিটিশন বোর্ড ওই বিবৃতিতে জানিয়েছে, বিজ্ঞাপনী স্থানে অন্যায্য প্রবেশাধিকারের মাধ্যমে ন্যায্য প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করেছে গুগল। ক্যালিফোর্নিয়াভিত্তিক এ প্রযুক্তি জায়ান্ট “বাজারে নিজেদের আধিপত্যের সুযোগ নিচ্ছিল”।

ফেব্রুয়ারিতে গুগলকে তুরস্কের প্রতিযোগিতা কর্তৃপক্ষ ৯ কোটি ৮০ লাখ লিরা জরিমানা করে। ওই সময়েও গুগলের বিরুদ্ধে বাজার আধিপত্যের সুযোগ নেওয়া এবং “আগ্রাসী প্রতিযোগিতা কৌশল” কাজে লাগানোর অভিযোগ উঠেছিল।

অক্টোবরে সার্চ এবং বিজ্ঞাপনী জায়ান্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাজার আধিপত্যের সুযোগ নেওয়ার অভিযোগ এনেছে মার্কিন সরকারও। তাদের অভিযোগ, প্রতিযোগীদের দমিয়ে রাখতে গুগল বাজারে নিজেদের অবস্থানের সুযোগ নিয়ে আইন ভেঙেছে।

পরে গুগল আদালতে জমা দেওয়া এক নথিতে মার্কিন সরকারকে জানিয়েছে, মামলা খারিজের কোনো আবেদন দাখিল হবে না। ডিসেম্বরের ২১ তারিখের আগে সরকারি অভিযোগের উত্তর নথিভুক্ত করবে তারা।

মূলত সার্চ ইঞ্জিনে গুগলের আধিপত্য বজায় রাখতে এবং আরও বেশি বিজ্ঞাপন বিক্রি করতে বাজারে ক্ষমতা অপব্যবহার করে প্রতিযোগীদেরকে দমিয়ে রাখা হয়েছে কি না, সে বিষয়গুলোই খতিয়ে দেখতে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ।

অন্যদিকে, অক্টোবরে খবর এসেছিল, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর কঠোর হতে চাইছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ন্ত্রকরা। এ লক্ষ্যে বড় ২০টি ইন্টারনেট প্রতিষ্ঠানের ‘হিট লিস্ট’ বা ‘আঘাত তালিকা’ তৈরি করছেন তারা। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো নতুন এবং আরও কঠিন নিয়মের আওতায় পড়বে বলে উঠে এসেছিল রয়টার্সের এক প্রতিবেদনে। এরকম প্রতিষ্ঠানের তালিকার মধ্যে ফেইসবুক, অ্যাপল ও গুগলের নাম রয়েছে।