যুক্তরাষ্ট্রে আরেকটু সুযোগ পেলো টিকটক

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ওই নিষেধাজ্ঞা কার্যকর হলে অ্যাপটি আর ডাউনলোড করতে পারতেন না কোনো মার্কিন গ্রাহক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2020, 01:15 PM
Updated : 13 Nov 2020, 01:15 PM

ট্রাম্প প্রশাসনের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার রাতেই যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার কথা ছিলো টিকটক।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফিলাডেলফিয়ার এক আদালতের রায়ের কথা উল্লেখ করে “আরও আইনি পদক্ষেপ নিতে” নিষেধাজ্ঞায় বিলম্ব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

টিকটককে মার্কিন কার্যক্রম চালানোর অনুমোদন দেওয়া উচিত বলে সেপ্টেম্বরে আদালতে দাবি জানিয়েছিলেন তিন টিকটক গ্রাহক।

যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি গ্রাহক রয়েছে টিকটকের। বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত তাদের জন্য কিছুটা স্বস্তিই নিয়ে আসবে।

সেপ্টেম্বর মাসেই টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ঘোষণা দিয়েছে যে, অ্যাপটির মার্কিন কার্যক্রম টিকটক গ্লোবাল নামের নতুন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে ওয়ালমার্ট এবং ওরাকলের সঙ্গে চুক্তি হয়েছে।

অস্থায়ীভাবে এই চুক্তিতে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মঙ্গলবার টিকটক জানিয়েছে, দুই মাস ধরে মার্কিন সরকারের দিক থেকে কোনো সাড়া পায়নি প্রতিষ্ঠানটি।

ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বারবারই দাবি করেছেন, অ্যাপটির মাধ্যমে মার্কিন গ্রাহকের ডেটা চীনে পাঠানো হতে পারে। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখাননি তারা।

ট্রাম্প প্রশাসনের এমন দাবি বরাবরই নাকচ করে আসছে টিকটক।