আদালতের রায়ে সুইডেনে স্বস্তি হুয়াওয়ের

নতুন প্রজন্মের ৫জি নেটওয়ার্কের নিলাম সাময়িকভাবে বন্ধ করেছে সুইডেনের টেলিযোগাযোগ নীতিনির্ধারক সংস্থা পিটিএস৷ ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারে সুইডেনের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কিছু অংশ আদালত বাতিল করায় এই পদক্ষেপ নিয়েছে পিটিএস৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 06:23 PM
Updated : 10 Nov 2020, 06:23 PM

জাতীয় নিরাপত্তা ঝুঁকির দাবি জানিয়ে গত মাসেই ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সুইডেন৷ ২০২৫ সালের ১ জানুয়ারির মধ্যে চীনা প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ সরিয়ে ফেলার লক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানকে নিলামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি৷

সুইডেনের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গত সপ্তাহে আপিল করেছিলো হুয়াওয়ে৷

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পিটিএস-এর সিদ্ধান্তের নির্দিষ্ট কিছু অংশ কার্যকর হবে না৷ স্টকহোমের প্রশাসনিক আদালতের এই সিদ্ধান্তের কারণে সুইডেনের ৫জি নেটওয়ার্কের নিলামে অংশ নেওয়ার অনুমোদন পেতে পারে হুয়াওয়ে৷

কেন্দ্রীয় পূর্ব ইউরোপ এবং নর্ডিক অঞ্চলে হুয়াওয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কেনেথ ফ্রেডরিকসেন জানিয়েছেন, এই মূহুর্তে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই হুয়াওয়ের এবং সুইডিশ কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি৷

"ভবিষ্যতে ৫জি যন্ত্রাংশ সরবরাহকারীর ওপর কর্তৃপক্ষ যে শর্ত রাখতে পারে, সেগুলো পূরণ করতে আমরা পুরোপুরি সহায়তা করতে রাজি, যাতে আমরা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবো৷" বলেন ফ্রেডরিকসেন৷

এই খাতের পরামর্শক জন স্ট্র‍্যান্ড বলছেন, "এটা হুয়াওয়ের বিজয় নয় এবং সুইডিশ সরকারের কোনো ক্ষতি নয়৷ নিলামের শর্ত নিয়ে অনিশ্চয়তার কারণেই পিটিএস নিলামে লাগাম টেনেছে৷"

মঙ্গলবার থেকে ৫জি স্পেকট্রামের নিলাম শুরু করার লক্ষ্য ছিলো পিটিএস-এর৷

নিলাম বাতিলের বিষয়টি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে সংস্থাটি৷ প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব শুরুর করার সম্ভাবনাগুলোও খতিয়ে দেখবে তারা৷