নীতিমালা অমান্য করলে ফেইসবুক গ্রুপ থাকবে 'নজরদারীতে'

প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানোয় লাগাম দেওয়ার লক্ষ্যে নতুন আরেক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ফেইসবুক৷ প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালা অমান্যকারী গ্রুপগুলোকে 'পর্যবেক্ষণে' রাখবে সামাজিক মাধ্যমটি৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 03:34 PM
Updated : 9 Nov 2020, 03:34 PM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, দুই মাসের পর্যবেক্ষণে থাকা গ্রুপগুলোর প্রতিটি পোস্ট ম্যানুয়ালি অনুমোদন দেবেন ওই গ্রুপের দায়িত্বে থাকা পর্যবেক্ষক৷ পর্যবেক্ষণে থাকা এই গ্রুপগুলো কোনো আপিলের সুযোগ পাবে না৷

ইমেইল বিবৃতিতে ফেইসবুক মুখপাত্র লিওনার্ড ল্যাম বলেছেন, "সাময়িকভাবে আমরা যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক এবং সামাজিক গ্রুপের সব পোস্ট অ্যাডমিন এবং পর্যবেক্ষকের মাধ্যমে অনুমোদন দেওয়ার ব্যবস্থা রাখবো, যদি ওই গ্রুপের সদস্যদের মাধ্যমে 'কমিউনিটি স্ট্যান্ডার্ডস' অমান্য হয়৷"

"এই অভূতপূর্ব সময়ে আমাদের গ্রাহকদেরকে সুরক্ষা দিতে আমরা এই পদক্ষেপ নিচ্ছি," যোগ করেছে ফেইসবুক৷

গ্রুপের অবস্থা নিয়ে অ্যাডমিনদেরকে নোটিফিকেশন এবং কখন থেকে এই সীমাবদ্ধতা চালু হবে তা জানাবে ফেইসবুক৷ পর্যবেক্ষণে থাকাকালীন সীমাবদ্ধতার আওতায় থাকা গ্রুপগুলোর পোস্ট মডারেটর কীভাবে নিয়ন্ত্রণ করছেন, সে বিষয়টি নজরে রাখবে ফেইসবুক৷

গ্রুপগুলো যদি নীতিমালা অমান্য করে এমন পোস্টের অনুমোদন দিতেই থাকে, তবে গ্রুপটি পুরোপুরি বন্ধ করে দিতে পারে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি৷

চলতি সপ্তাহের শুরুতে 'স্টপ দ্য স্টিল' নামের একটি গ্রুপ বন্ধ করেছে ফেইসবুক৷ মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছিলো গ্রুপটি৷ ডেমোক্রেটরা নির্বাচনে চুরি করছে এমন দাবিও এসেছে গ্রুপ থেকে৷ এই গ্রুপটির সদস্য সংখ্যা ছিলো তিন লাখের বেশি৷

প্ল্যাটফর্মে নির্বাচন বিষয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ফেইসবুক৷ বর্তমানে রাজনৈতিক বিজ্ঞাপন এবং বিশেষভাবে নির্বাচনে জয়ী হওয়ার মিথ্যা দাবি জানানো বিজ্ঞাপন নিষিদ্ধ প্ল্যাটফর্মটিতে৷