দেশের বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ এফই এনেছে স্যামসাং বাংলাদেশ। ‘ফ্যান এডিশন’ হিসেবে এ স্মার্টফোনের মডেলে নতুন মাত্রা যোগ করতে এর নামের সঙ্গে ‘এফই’ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 04:09 PM
Updated : 4 Nov 2020, 04:09 PM

বাংলাদেশে ইতোমধ্যেই গ্যালাক্সি এস২০ এফই’র প্রি-অর্ডার গ্রহণ শুরু হয়েছে। বেশ কিছু অফারসহ গ্যালাক্সি এস২০ এফই প্রি-অর্ডারের সুযোগ থাকছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। স্যামসাং বাংলাদেশ স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করেছে ৬৪ হাজার ৯৯৯ টাকা।

প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জমা দেওয়ার মাধ্যমে গ্রাহকরা গ্যালাক্সি এস২০ এফই স্মার্টফোনটি প্রি-অর্ডার করতে পারবেন বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

নির্ধারিত কিছু মডেলের স্মার্টফোন বদলের মাধ্যমেও ব্যবহারকারীরা গ্যালাক্সি এস২০ এফই ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে তাদের জন্য থাকছে অতিরিক্ত পাঁচ হাজার টাকা মূল্যছাড়।

১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড পর্দা রয়েছে ডিভাইসটিতে। এ ছাড়াও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই মডেলটিতে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, একটি ১২ মেগাপিক্সেল ওয়াইড ও আট মেগাপিক্সেল টেলিফটো লেন্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা।

গ্যালাক্সি এস২০ এফই ডিভাইটিতে আরও থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, এক্সিনস ৯৯০ প্রসেসর এবং সুপার-ফাস্ট চার্জিং ব্যবস্থা।

স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান বলেন, “গ্রাহকদের চাহিদা ও ভালো লাগার দিকগুলো আরও গভীরভাবে বুঝতে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এজন্য উদ্ভাবনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা গ্যালাক্সি এস২০ এফই নিয়ে এসেছি।”