শাওমি, ভিভো ও অপোকে এক্সিনস দিতে পারে স্যামসাং

আগামী বছর শাওমি, ভিভো এবং অপোর কাছে এক্সিনস অ্যাপ্লিকেশন প্রসেসর সরবরাহের পরিকল্পনা করেছ দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 10:32 AM
Updated : 4 Nov 2020, 10:32 AM

সম্প্রতি খবরটি উঠে এসেছে বিজনেসকোরিয়া’র এক প্রতিবেদনে। এক্সডিএ ডেভেলপার্স সহ একাধিক প্রযুক্তি সাইটের খবর বলছে, এক্সিনস চিপসেটের জন্য নতুন ক্রেতা খুঁজছে স্যামসাং।

স্বল্প মুনাফার কারণে এরই মধ্যে স্যামসাংয়ের এলএসআই ব্যবসায়িক বিভাগ নিজেদের ‘ওয়্যারলেস বিজনেস ডিভিশনের’ কাছে এক্সিনস চিপ সরবরাহ কমিয়ে দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে বর্তমানে বাজারে আগের অবস্থানে নেই হুয়াওয়ে।

এরকম পরিস্থিতিতে নিজ নিজ দখল বুঝে নিতে চাইছে শাওমি ও অপো। দখল পেতে উৎপাদন বাড়াতে হবে প্রতিষ্ঠান দুটির। এ কাজের জন্যই শাওমি ও অপো এক্সিনস চিপ কিনতে চাইছে বলে উঠে এসেছে বিজনেসকোরিয়ার প্রতিবেদনে।

এক্সিনস এপিকে ২০১০ এর দশকের মধ্যবর্তী সময় পর্যন্ত নিজেদের গ্যালাক্সি স্মার্টফোনে ব্যবহার করেছে স্যামসাং। অন্যদিকে, স্যামসাংয়ের ওয়্যারলেস বিজনেস বিভাগ কোয়ালকমের অ্যাপ্লিকেশন প্রসেসরও ব্যবহার করে।

বর্তমানে প্রতিষ্ঠানটির প্রিমিয়াম হ্যান্ডসেটের প্রাথমিক প্রসেসর সরবরাহকারীর ভূমিকায় রয়েছে কোয়ালকম। এক্সিনস চিপকে বাজেট ফোন লাইনআপে ব্যবহার করতে চাইছে স্যামসাং।

এ বছরের শুরুতে কোরিয়ার বাজারে আসা নিজেদের গ্যালাক্সি এস২০ মডেলে প্রিমিয়াম এক্সিনস ৯৯০ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল।