ট্রাম্পের পোস্ট আটকে দিলো টুইটার, ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2020 05:02 PM BdST Updated: 03 Nov 2020 05:02 PM BdST
-
ছবি- রয়টার্স
মার্কিন নির্বাচনের ঠিক আগ মূহুর্তে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পোস্ট আটকে দিয়েছে টুইটার এবং ফেইসবুক। পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, পেনসিলভেনিয়ায় ডাকযোগে ভোটের বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নির্বাচনকে ‘প্রচণ্ড’ জালিয়াতি এবং ‘অত্যন্ত বিপজ্জনক’ পথে নিয়ে যেতে পারে।
নির্বাচনের একদিন আগে সোমবার প্রেসিডেন্টের টুইটে লেবেল জুড়ে দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। লেবেলের বর্ণনায় টুইটার বলেছে, কনটেন্টটি “বিতর্কিত” এবং “বিভ্রান্তিকর হতে পারে।”
প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প এবং তার রিপাবলিকান জোট বরাবরই দাবি করছে, প্রমাণ ছাড়া ডাকযোগে ভোটে জালিয়াতির সম্ভাবনা রয়েছে। এদিকে নির্বাচন বিশেষজ্ঞদের দাবি মার্কিন নির্বাচনে এমন ঘটনা বিরল।
টুইট বার্তায় ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত “রাস্তায় সহিংসতা তৈরিতে প্ররোচনা দিতে পারে।”
ট্রাম্পের পোস্টে ডিসক্লেইমার জুড়ে দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুকও। ফেইসবুক পোস্টে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোট এবং স্বশরীরে উপস্থিত হয়ে ভোটের ক্ষেত্রে “বিশ্বাসযোগ্যতার ইতিহাস” রয়েছে, যেখানে ভোট জালিয়াতি অত্যন্ত বিরল ঘটনা।
মার্কিন নির্বাচনের আগে প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে চাপের মুখে পড়েছে সামাজিক মাধ্যমগুলো। নীতিমালা অমান্য করার অভিযোগে ট্রাম্পের টুইটে এ বছর কয়েক দফা লেবেল বা সতর্ক বার্তা জুড়ে দিয়েছে টুইটার।
লেবেল জুড়ে দেওয়া টুইটগুলোতে রিটুইট বা জবাব দেওয়ার সুযোগও বন্ধ রেখেছে মাইক্রো ব্লগিং সাইটটি। শুধু উদ্ধৃতি দেওয়া টুইটগুলোর জন্য রিটুইট বা জবাব দেওয়ার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।
এদিকে ইলেকশন ইন্টিগ্রিটি পার্টনারশিপ জানিয়েছে, ট্রাম্পের টুইটের ৪০ মিনিট বাদে পদক্ষেপ নিয়েছে টুইটার, আরও দ্রুত পদক্ষেপ নেওয়াটাই ‘বুদ্ধিদীপ্ত’ কাজ হতো।
গবেষণা সংস্থাটি টুইট বার্তায় বলেছে, “টুইটারের পদক্ষেপ সক্রিয়ভাবে টুইটটি ছড়ানো বন্ধ করেছে। যদিও এই সময়ের মধ্যে এটি ৫৫ হাজারের বেশি রিটুইট এবং এক লাখ ২৬ হাজারের বেশি বার পছন্দসই হয়েছে। আজ @রিয়েলডনাল্ডট্রাম্প অ্যাকাউন্ট থেকে দেওয়া অন্যান্য টুইটের সমান বা তার চেয়ে বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে লেবেল জুড়ে দেওয়া টুইটটি।”
মঙ্গলবারের নির্বাচনের জন্য গত সপ্তাহেই পেনসিলভেনিয়া এবং নর্থ ক্যারোলাইনার জন্য ডাকযোগে ভোটের সময় বাড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্পের পুনর্নিবাচনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এই দুই অঙ্গরাজ্য।
এর আগে পেনসিলভেনিয়ার সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে, নির্বাচনের দিন এবং এরপর তিন দিন পর্যন্ত ডাকযোগে পাওয়া ভোট গণনা করা হবে। এই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টও।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’