স্মার্টফোন বাজারে আবারও শীর্ষে স্যামসাং

স্মার্টফোন বিক্রিতে চলতি বছরের এপ্রিলে চীনা হুয়াওয়ে’র কাছে বিশ্ব বাজারের শীর্ষস্থান হারানোর পর অগাস্ট নাগাদ আবার শীর্ষে উঠেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 01:54 PM
Updated : 2 Nov 2020, 01:54 PM

স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুসারে স্মার্টফোন বাজারের ২২ শতাংশ এখন স্যামসাংয়ের দখলে। আর ১৬ শতাংশ দখল নিয়ে বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, লকডাউনের সময়ে বিশ্বের বেশ কিছু বাজারে নিষেধাজ্ঞাজনিত জটিলতায় স্যামসাংয়ের বাজার দখল ২০ শতাংশে নেমে এসেছিলো। তবে, এরপরই অনলাইন মাধ্যমগুলোতে বেশ কিছু জোরালো পদক্ষেপ নিয়েছে তারা।

লকডাউনের পর প্রতিষ্ঠানটি ২০১৮ সালের মতো একই কৌশলে ভারতীয় বাজারে সর্বোচ্চ শেয়ার দখলের রেকর্ড গড়তে সক্ষম হয়।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা থেকে আরও জানা গেছে, শাওমি ২০২০ সালের এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে বিশ্ব বাজারে দখল আট শতাংশ থেকে ১১ শতাংশে উন্নীত করতে পেরেছে। 

বাজারে ১২ শতাংশ দখল নিয়ে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আগের মতই তৃতীয় অবস্থান ধরে রেখেছে আইফোন নির্মাতা অ্যাপল।

তবে, কাউন্টারপয়েন্ট রিসার্চের ইঙ্গিত অনুযায়ী, আইফোন ১২ বাজারে আসার কারণে অ্যাপলের বিক্রি আরও বাড়বে। গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষক মিনিসো কাং বলেছেন, “রাষ্ট্রগুলোর মধ্যে ভৌগলিক নীতিমালা এবং রাজনৈতিক সম্পর্কের টানপোড়নের কারণে স্মার্টফোনের বিশ্ববাজার বেশ প্রভাবিত হয়েছে।”