মার্কিন নির্বাচনের ভুয়া খবর ঠেকানোর উদ্যোগ ইনস্টাগ্রামে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের প্রচারণা ঠেকাতে প্ল্যাটফর্মে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফেইসবুকের ছবি শেয়ারিং সেবা ইনস্টাগ্রাম৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2020, 01:33 PM
Updated : 30 Oct 2020, 01:33 PM

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মার্কিন গ্রাহকদের জন্য হ্যাশট্যাগ পাতায় 'রিসেন্ট' ট্যাব সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে বিবৃতি দিয়েছে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম আরও বলেছে, “বাস্তব সময়ে সম্ভাব্য ক্ষতিকর কনটেন্ট ছড়ানো কমাতে আমরা এমনটা করছি৷” নির্বাচনের সময়েই এটি বেশি ঘটতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি৷

ইনস্টাগ্রামের রিসেন্ট ট্যাবে হ্যাশট্যাগগুলোকে ক্রমানুসারে সাজানো থাকে এবং কনটেন্টগুলো অ্যামপ্লিফাই করা হয়৷

৩ নভেম্বরের মার্কিন নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে বাড়তি চাপের মুখে পড়েছে সামাজিক মাধ্যমগুলো৷ এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান৷

চলতি মাসের শুরুতে মাইক্রো ব্লগিং সাইট টুইটার জানিয়েছে, মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের ডাক দেওয়া টুইট বা নির্বাচনের ফলাফল নিয়ে ভুয়া টুইটগুলো সরানো হবে৷ সহিংসতা ছড়ানো পোস্টগুলোও মুছে দেওয়া হবে৷