মার্কিন নির্বাচন: ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক মুছলো ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2020 10:35 PM BdST Updated: 28 Oct 2020 10:35 PM BdST
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকী। এরই মধ্যে নির্বাচনকে লক্ষ্য করে তৈরি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক মুছেছে ফেইসবুক। ফেইসবুক বলছে, আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে ‘দৃষ্টিভঙ্গিভিত্তিক হ্যাকিং’ এর চেষ্টা চালানো হচ্ছে।
ফেইসবুক জানিয়েছে, প্রাথমিক অবস্থাতেই নেটওয়ার্ক শনাক্ত করতে পেরেছে তারা। এর একটিতে একক ফেইসবুক অ্যাকাউন্টের অধীনে ২২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিলো। নেটওয়ার্কটি মেক্সিকো ও ভেনিজুয়েলাতে তৈরি হয়েছিল, এবং ইংরেজি ও স্প্যানিশ ভাষায় যুক্তরাষ্ট্রের চলতি ঘটনাবলী পোস্ট করছিলো।
অন্য আরেকটি নেটওয়ার্কে ১২টি ফেইসবুক অ্যাকাউন্ট, ছয়টি পেইজ এবং ১১টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। এটি ইরানের সঙ্গে যুক্ত, এবং এর “প্রাথমিক মনোযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের” দিকে ছিলো।
ফেইসবুকের নিরাপত্তা নীতি প্রধান নাথানিয়েল গ্লেইশার বলেছেন, এ নেটওয়ার্ক দুটি থেকে “অনিশ্চয়তাকে পুঁজি করে অনাস্থা ও বিভক্তি তৈরির লক্ষ্য ছিল"। যদিও, তিনি যোগ করেন, আদতে এই চেষ্টা ছিল “ছোট এবং অকার্যকারী”।
“আমরা খুব কাছ থেকে নজর রাখছি সম্ভাব্য দৃশ্যপটের ব্যাপারে, যেখানে গোটা বিশ্ব জুড়ে বিষাক্ত ভূমিকায় কাল্পনিক দাবি ছড়িয়ে দেওয়া হতে পারে, এর মধ্যে রয়েছে নির্বাচনী কাঠামো আপস বা ভুল নির্বাচনী ফলাফল জানানো, ভোটার জনসমাগম কমানো বা ভোটের ফলাফলের উপর বিশ্বাস নষ্ট করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে।” – বলেছেন গ্লেইশার।
-
দেশের বাজারে ‘এ১৫এস’ আনলো অপো
-
ভারতে চুক্তিভিত্তিক উৎপাদন বাড়াচ্ছে শাওমি
-
তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করা যাবে হুয়াওয়ের পরিধেয় পণ্যে
-
২০২০: ছয় হাজার কোটিরও বেশি সাইবার হামলা আটকেছে ট্রেন্ড মাইক্রো
-
আন্ডার-ডিসপ্লে ‘ফেইশল রিকগনিশন’ দেখালো জেডটিই
-
আইফোন ১৩: থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৬০ ৫জি মডেম
-
আইফোন ১৩-এর ওএলইডি প্যানেল বানাবে বিওই
-
অ্যান্ড্রয়েডে এলো গুগল ম্যাপসের ডার্ক মোড
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত