পরিধেয় প্রযুক্তি ব্যবসা বাড়াতে ‘এয়ারপডস’ আনছে অ্যাপল

আগামী বছরেই এয়ারপডস এবং এয়ারপডস প্রো নিয়ে আসার পরিকল্পনা করেছে অ্যাপল। পদক্ষেপটির মাধ্যমে পরিধেয় প্রযুক্তি এবং বাড়ি ও আনুষাঙ্গিক প্রযুক্তি ব্যবসায় আরও এগিয়ে যেতে পারবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 10:05 AM
Updated : 27 Oct 2020, 10:05 AM

খবরটি সম্পর্কে সোমবার জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তবে, অ্যাপল তাদের স্বভাব অনুসারে এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে  কোনো সাড়া দেয়নি। গত প্রান্তিকে পরিধেয় প্রযুক্তি এবং বাড়ি ও আনুষাঙ্গিক প্রযুক্তি খাত থেকে ছয়শ’ ৪৫ কোটি ডলার আয় হয়েছে অ্যাপলের। হিসেবে গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে এ আয়।

এই খাতে রয়েছে অ্যাপলের এয়ারপডস, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি এবং কেস ও চার্জারের মতো অন্যান্য প্রযুক্তি পণ্য।

ধারণা করা হচ্ছে, বহুল প্রতীক্ষিত ‘ওভার-ইয়ার হেডফোনের’ সঙ্গেই বাজার পা রাখবে নতুন এয়ারপডস। সম্প্রতি আইফোনের সঙ্গে ইয়ারপডস দেওয়া বন্ধ করেছে অ্যাপল। নতুন এয়ারপডস বিক্রিতে বিষয়টি ভূমিকা রাখবে বলেও অনুমান রয়েছে।

নতুন দৈনন্দিন এয়ারপডস দেখতে অনেকটাই বর্তমান মডেলের এয়ারপডস প্রো’র মতো হবে। এতে থাকবে ছোট স্টেম এবং পরিবর্তনযোগ্য টিপস। তবে, ‘নয়েজ ক্যান্সেলেশন’ থাকবে না।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ২০২১ সালের প্রথমার্ধ নাগাদ পণ্যটি নিয়ে আসতে চাইছে অ্যাপল।