ই-কমার্স প্ল্যাটফর্মে অন্যায্য প্রতিযোগিতা খতিয়ে দেখবে চীন

ই-কমার্স প্ল্যাটফর্মে অন্যায্য প্রতিযোগিতার ব্যাপারে অনুশীলন শুরু করার কথা জানিয়েছে চীন। সম্প্রতি এ বিষয়টি নিয়ে মাঠে নেমেছে দেশটির বাজার নিয়ন্ত্রক ও অন্যান্য সরকারি বিভাগ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 01:58 PM
Updated : 24 Oct 2020, 01:58 PM

অন্যায্য প্রতিযোগিতা এবং নকল পণ্য ও বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ করার পরিকল্পনা করেছে তারা। এ ব্যাপারে প্রথমে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।

রয়টার্স জানিয়েছে, ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ঠিক করেছে চীনের বাজার নিয়ন্ত্রক ও সরকারি বিভাগগুলো। তারা লাইভস্ট্রিমের মত খাতগুলো খতিয়ে দেখবেন। চীনে গত দুই বছরে লাইভস্ট্রিম জনপ্রিয় বিক্রি চ্যানেলে পরিণত হয়েছে।

শনিবারে এক প্রতিবেদনে শিনহুয়া জানিয়েছে, চীনের ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ মার্কেট সুপারভিশন’ এবং অন্যান্য বিভাগ সম্প্রতি এ ব্যাপারে নোটিশ পাঠিয়েছে। পুরো অনুশীলনের মূল লক্ষ্যই হবে ই কমার্স প্ল্যাটফর্মগুলো তাদের দায়িত্ব পালন করছে কি না তা নিশ্চিত করা।

এ ছাড়াও ভোক্তার বৈধ অধিকার সুরক্ষিত হচ্ছে কি না, এবং ন্যায্য এবং সুষ্ঠু বাজার পরিবেশ বজায় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে চীনা কর্তৃপক্ষ।