মার্কিন ভোটার তথ্য ইরান, রাশিয়ার কাছে, আসছে মেইল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2020 09:09 PM BdST Updated: 22 Oct 2020 09:09 PM BdST
-
ছবি: রয়টার্স
সামনের মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টি সমর্থক ভোটারদেরকে হুমকি দিয়ে ইমেইল পাঠানোর জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন জাতীয় নিরপাত্তা কর্মকর্তারা।
ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, ধারণা করা হচ্ছে ডানপন্থী প্রো-ট্রাম্প গ্রুপ থেকেই এই ইমেইল এসেছে এবং এর উদ্দেশ্য ছিলো “বিশৃঙ্খলা তৈরি” করা।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, র্যাটক্লিফ আরও বলেছেন যে, ইরান এবং রাশিয়ার কাছে “কিছু ভোটারের নিবন্ধন তথ্য” রয়েছে বলে জানতে পেরেছেন মার্কিন কর্মকর্তারা।
নির্বাচনে হস্তক্ষেপের দাবি নাকচ করেছে ইরান এবং রাশিয়া দুই দেশই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেছেন, “বারবার সুইস রাষ্ট্রদূতের (তেহরানে মার্কিন আগ্রহের বিষয়গুলোর প্রতিনিধিত্বকারী) কাছে মার্কিন কর্মকর্তাদের ভিত্তিহীন এবং মিথ্যা দাবি জোরালোভাবে নাকচ করেছে ইরান।”
এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসিকে বলেছেন, “আমরা মনে করি এটা দূর্ভাগ্যজনক। এই দাবিগুলো প্রতিদিনই আসছে, সব পুরোপুরি ভিত্তিহীন।”
“এগুলো আসলে সামনের নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া” যোগ করেন ওই মুখপাত্র।
এদিকে র্যাটক্লিফ বলেছেন, ইরানের প্রতারণার মেইল ডানপন্থী প্রাউড বয়েজ গ্রুপ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে, যাতে “ভোটারদের ভয় দেখানো যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায় এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষতি করা যায়।”
ভোটারের ডেটা ব্যবহার করে নিবন্ধিত ভোটারদেরকে ভুয়া তথ্য দেওয়ার চেষ্টা হতে পারে। এতে মার্কিন গণতন্ত্রে ভোটারের আস্থা নষ্ট হতে পারে বলে সতর্ক করেছেন র্যাটক্লিফ।
“রাশিয়ার পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ দেখা না গেলেও, রাশিয়ার কাছে তথ্য রয়েছে” বলে কর্মকর্তাদের বলেছেন র্যাটক্লিফ।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ