পুলিশকে ডেটা দিচ্ছে না যুক্তরাজ্যের কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ

যুক্তরাজ্য এবং ওয়েলসের কোভিড-১৯ কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপের কোনো ডেটা পুলিশের সঙ্গে শেয়ার করা হবে না বলে জোরালো দাবি করেছেন অ্যাপটির ডেভেলপাররা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 02:06 PM
Updated : 20 Oct 2020, 02:06 PM

সম্প্রতি এক প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাজ্যের এনএইচএস পরিচালিত কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপটি যে ব্যক্তিদেরকে স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেবে, তাদের ডেটা পুলিশের সঙ্গে শেয়ার করা হতে পারে। এই প্রতিবেদন প্রকাশের পরই ডেটা শেয়ার না করার দাবি করেছেন ডেভেলপাররা।

বিবিসি’র প্রতিবেদনে বলছে, নিজ ব্যবস্থায় পুরোপুরি স্বাধীনভাবে চলছে অ্যাপটি। সেপ্টেম্বরে অ্যাপটি উন্মোচনের পর এ যাবত এটি ডাউনলোড হয়েছে এক কোটি ৮০ লাখ বারের বেশি।

পুলিশের সঙ্গে ডেটা শেয়ারের খবর সামনে আসার পর চিন্তিত হয়ে পড়েছেন অ্যাপটির ব্যবহারকারীরা। গোপনতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাপটি মুছে ফেলার কথাও সামাজিক মাধ্যমে জানিয়েছেন গ্রাহক।

এদিকে বিবিসিকে ডিপার্টমেন্ট ফর হেলথ অ্যান্ড সোশাল কেয়ার জানিয়েছে, পুলিশ বা সরকার কেউই অ্যাপ থেকে কোনো ডেটা পায়নি।

এক টুইট বার্তায় এনএইচএস কোভিড-১৯ অ্যাপের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, “আইন প্রয়োগ বা স্বেচ্ছা আইসোলেশন এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নজরদারিতে অ্যাপটি আপনার অবস্থান ট্র্যাক করতে পারবে না।”

ডেভেলপাররা অ্যাপটি এমনভাবে বানিয়েছেন যে, এর মাধ্যমে সংগ্রহ করা সব ডেটা গোপন থাকে এবং ব্যক্তির স্মার্টফোনেই মজুদ থাকে।