টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে পাকিস্তান

ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 04:15 PM
Updated : 19 Oct 2020, 04:15 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি “অশোভন এবং অনৈতিক” কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলো ব্লক করার অঙ্গীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

উল্লিখিত ওই শ্রেণিভূক্ত কনটেন্ট ব্লক করতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ১০ দিন আগেই টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছিলো পাকিস্তান সরকার।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) এক মুখপাত্র বলেছেন, “স্থানীয় আইন মেনে অ্যাকাউন্ট যাচাইয়ে সম্মতি দিয়েছে টিকটক।” দেশটিতে প্রায় দুই কোটি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে অ্যাপটির।

বিশ্লেষণা প্রতিষ্ঠান সেন্সরটাওয়ারের তথ্যমতে গত এক বছরে পাকিস্তানে সর্বোচ্চ ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে তৃতীয় টিকটক।

এর আগে অবৈধ কনটেন্ট যাচাই করতে টিকটক রাজি হওয়া সাপেক্ষে পিটিএ আলোচনায় বসতে আগ্রহী ছিলো।

অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে চীনা বাইটড্যান্স মালিকানাধীন টিকটক। কিন্তু চীনের সঙ্গে সম্পর্কের কারণে অ্যাপটির গোপনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক দেশের কর্তৃপক্ষ যার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে নিরাপত্তা শঙ্কার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে টিকটক।