‘জোর করে অফিস ওয়েব অ্যাপ’ ইনস্টল করছে মাইক্রোসফট

এবার মাইক্রোসফটের ‘চাপিয়ে দেওয়া’ এক আপডেট নিয়ে বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। কোনো অনুমতি ছাড়াই উইন্ডোজ ১০ চালিত পিসিতে ‘অফিস ওয়েব অ্যাপস’ ইনস্টল করে দিচ্ছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 11:23 AM
Updated : 18 Oct 2020, 11:24 AM

বাধ্যতামূলক উইন্ডোজ ১০ আপডেট নিয়ে সমস্যার সম্মুখীন হওয়া নতুন কিছু নয়। কিন্তু অনুমতি ছাড়া এরকম করার নজির বিরল।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, জোর করে উইন্ডোজ ১০ চালিত পিসি রিস্টার্ট করে অফিস ওয়েব অ্যাপসের ইনস্টল লিংকে নিয়ে যাচ্ছে মাইক্রোসফট। স্টার্ট মেনু ও এজ ব্রাউজারে ইনস্টলের এই ঘটনা চলছে।

গুটিকয়েক ব্যবহারকারীর মধ্যে সীমাবদ্ধ নেই সমস্যাটি। উইন্ডোজ ১০ স্ট্যান্ডার্ড সংস্করণ ব্যবহারকারীরাও আপডেটটি পাচ্ছেন। অফিস ওয়েব অ্যাপস বাড়তি কোনো স্টোরেজ নেয় না, বা এতে পিসির অন্য কোনো বিশেষত্বে কোনো প্রভাব পড়ছে না।

এতোদিন এটি ইনস্টল করার সিদ্ধান্তটি ঐচ্ছিক ছিলো। কিন্তু এখন অনুমতি ছাড়াই বাধ্যতামূলকভাবে ইনস্টল হচ্ছে এগুলো, মাইক্রোসফট ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ কাজে বাঁধা সৃষ্টি করে নিজেদের ‘অনলাইন প্রোডাক্টিভিটি স্যুটের’ প্রচারণা চালাচ্ছে।

এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি সফটওয়্যার জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি।

এনগ্যাজেট মন্তব্য করেছে, এখানে সম্মতি না নেওয়ার ব্যাপারটিই মূল সমস্যা।

এতে করে উইন্ডোজ আপডেট ও উইন্ডোজের প্রতি বিরূপ ধারণা জন্ম নিতে পারে ব্যবহারকারীর মনে। পরে নিরাপত্তা আপডেটের ব্যাপারেও শঙ্কিত বোধ করতে পারেন ব্যবহারকারীরা, এমনকি প্ল্যাটফর্ম থেকে দূরেও সরে যেতে পারেন তারা।

পুরো ব্যাপারটিই যেন জানিয়ে দিচ্ছে, ব্যবহারকারী যতোটা মনে করেন ততোটা নিয়ন্ত্রণ আদতে নেই তার হাতে।