অ্যাপল চিপ সম্বলিত ম্যাকের দেখা মিলতে পারে নভেম্বরে

সেপ্টেম্বরে নতুন অ্যাপল ওয়াচ, আইপ্যাড মডেল, এবং অক্টোবরে আইফোন ১২ ও হোমপড দেখিয়েছে অ্যাপল। এখন শোনা যাচ্ছে, নভেম্বরে আরেকটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে প্রথম ‘অ্যাপল সিলিকন ম্যাক’ দেখাবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2020, 10:11 AM
Updated : 18 Oct 2020, 10:11 AM

সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন তথ্য ফাঁসের তারকা খ্যাত জন প্রসার। তার দাবি, নভেম্বরের ১৭ তারিখই বসবে অ্যাপলের ওই বিশেষ আয়োজনের আসর। ওই আয়োজনে নতুন ম্যাক মডেল দেখাবে প্রতিষ্ঠানটি।

প্রথমবারের মতো অ্যাপল নিজস্ব চিপের ম্যাক দেখাবে বলেও দাবি করেছেন প্রসার। প্রসারের তথ্য অনুসারে, আয়োজনের ঠিক এক সপ্তাহ আগে নভেম্বরের ১০ তারিখ বিশেষ ওই অনুষ্ঠানের ব্যাপারে জানাবে অ্যাপল।

এ ব্যাপারে অবশ্য এরই মধ্যে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদ প্রকাশক। এক প্রতিবেদনে ব্লুমবার্গ লিখেছে, নভেম্বরে নতুন ম্যাক আনার পরিকল্পনা করেছে অ্যাপল।   

এ বছরের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে’ ম্যাক কম্পিউটারে ইনটেলের প্রসেসরের বদলে নিজস্ব ‘অ্যাপল সিলিকন’ চিপ  ব্যবহারের খবর জানিয়েছিল অ্যাপল।

প্রসারের দাবি, শুধু ম্যাক নয়, বহুল প্রতিক্ষীত এয়ারট্যাগসের ব্যাপারেও নভেম্বরেই জানাবে অ্যাপল। তবে, এয়ারপডস স্টুডিও’র ঘোষণা আসবে আগামী বছরের মার্চে।