বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ সরবরাহে নজর ফক্সকনের

বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ বা সেবা দেওয়ার দিকে নজর দিয়েছে ফক্সকন। ইতোমধ্যে একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও করেছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক প্রযুক্তিপণ্য উৎপাদক প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 06:39 PM
Updated : 16 Oct 2020, 06:39 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে বিশ্বের ১০ শতাংশ বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ বা সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে ফক্সকন।

অ্যাপলসহ বেশ কিছু প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক পণ্য উৎপাদক ফক্সকন। বৈশ্বিক বিনিয়োগে বৈচিত্র আনতে বৈদ্যুতিক যান, ডিজিটাল স্বাস্থ্য এবং রোবট খাতে ব্যবসা বাড়ানোর দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার ফক্সকন চেয়ারম্যান লিউ ইয়ং-ওয়েই বলেছেন, “আমরা তাইওয়ানের ইভি খাতকে বিশ্বে ছড়িয়ে দিতে চাই।”

চলতি বছর জানুয়ারিতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট ক্রাইসলার জানিয়েছে, চীনে বৈদ্যুতিক গাড়ি বানাতে এবং ইন্টারনেট সংযুক্ত যানবাহন বানাতে ফক্সকনের সঙ্গে একটি যৌথ উদ্যোগের পরিকল্পনা করছে তারা।

বৈশ্বিক বৈদ্যুতিক যানবাহন খাতের ১০ শতাংশ বা প্রায় ৩০ লাখের লক্ষ্য পূরণে একাধিক নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে ফক্সকন।

চলমান আলোচনার কথা উল্লেখ করে ইভি ব্যবসার আয়ের লক্ষ্য নিয়ে কোনো মন্তব্য করেননি লিউ।

২০২৪ সালে বৈদ্যুতিক যানবাহনের জন্য নিজস্ব সলিড-স্টেট ব্যাটারি উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে ফক্সকনের।