এবার ম্যাকে ‘ওয়েবক্যাম’ হতে পারবে সনির ক্যামেরা

ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য ‘ইমেজিং এজ ওয়েবক্যাম’ সফটওয়্যারের নতুন একটি সংস্করণ উন্মুক্ত করেছে সনি। ফলে প্রতিষ্ঠানের সাম্প্রতিক ক্যামেরাগুলোকে উচ্চমানের ওয়েববক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 02:31 PM
Updated : 16 Oct 2020, 02:31 PM

চলতি বছর অগাস্টেই উইন্ডোজ কম্পিউটারের জন্য এই সফটওয়্যারের একটি সংস্করণ উন্মুক্ত করেছে সনি। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন সংস্করণের কারণে এবার ম্যাক গ্রাহকরাও উচ্চমানের ভিডিও কল ব্যবহার করতে পারবেন সনির ক্যামেরা ব্যবহার করে।

সাম্প্রতিক ই-মাউন্ট এবং এ-মাউন্ট সিরিজসহ ৩৬টি সনি ক্যামেরার সঙ্গে নতুন সফটওয়্যারটি কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মূল এ৭ বা এ৬০০০-এর মতো পুরানো ডিভাইসে সফটওয়্যারটি সমর্থন করবে না বলেও জানিয়েছে সনি। তবে, এইচডিএমআই ক্যাপচার কার্ড ব্যবহার করে এগুলো ম্যানুয়ালি ম্যাক কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে পারবেন গ্রাহক।

আগেই নিজস্ব ওয়েবক্যাম সফটওয়্যার উন্মুক্ত করেছে ক্যানন, অলিম্পাস, প্যানাসনিক, ফুজিফিল্ম এবং গোপ্রো। এক্ষেত্রে তালিকার শেষের দিকের ক্যামেরা প্রতিষ্ঠানগুলোর একটি সনি।