কার্বন মজুদ প্রকল্পে মাইক্রোসফটের চুক্তি

কার্বন ডাই অক্সাইড মজুদ কেন্দ্রের ব্যবহার খতিয়ে দেখতে নরওয়ের ইকুইনরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 02:35 PM
Updated : 15 Oct 2020, 02:35 PM

প্রতিষ্ঠার পর থেকে গত ৪৫ বছরে মাইক্রোসফটের কার্যক্রমের মাধ্যমে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে, ২০৫০ সালের মধ্যে পরিবেশ থেকে সেই পরিমাণ কার্বন সরাতে চলতি বছর জানুয়ারিতে অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, কার্বন সরনোর প্রযুক্তিতে একশ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট।

সংবাদ সম্মেলনে ইকুইনর জানিয়েছে, নরদার্ন লাইটস প্রকল্পে প্রযুক্তিগত অংশীদার হবে মাইক্রোসফট। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড ধরা এবং সাগরের তলদেশে এগুলো মজুদ করার প্রযুক্তি নিয়ে কাজ করছে নরদার্ন লাইটস।

বিবৃতিতে মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেছেন, “আমাদের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করাই শুধু আমাদের লক্ষ্য নয়, নরদার্ন লাইটস প্রকল্পের মতো নতুন সমাধান কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।”

শেল এবং টোটালের অংশীদারিত্বে চলছে নরদার্ন লাইটস প্রকল্প।

কার্বন মজুদ প্রকল্পে প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ৮০ শতাংশ নরওয়ে সরকার দেবে বলে আশা করা হচ্ছে। প্রথম ধাপে বছরে ১৫ লাখ টন কার্বন মজুদ করা হবে বলে জানিয়েছে ইকুইনর।

ইকুইনরের নির্বাহী কর্মকর্তা আইরিন রামেলফ বলেছেন, “কার্বন ধরা এবং মজুদ করা প্রমাণিত প্রযুক্তি এবং কার্বনবিহীন শক্তি উৎপাদনে মুখ্য ভূমিকা রাখতে পারে।”

এদিকে মাইক্রোসফট প্রেসিডেন্ট বলছেন, কার্বন সরানো এবং স্থায়ীভাবে মজুদ করতে নতুন পথ বের করাটা জরুরি।