সাইবার হামলার কবলে রবিনহুড গ্রাহকরা

সাইবার হামলার কবলে পড়েছে ফিনটেক স্টার্টআপ ‘রবিনহুড মার্কেটস ইনকর্পোরেট’ এর ব্যবহারকারীরা। হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2020, 02:16 PM
Updated : 11 Oct 2020, 02:16 PM

রবিনহুড জানিয়েছে, প্ল্যাটফর্মের বাইরে ইমেইল অ্যাকাউন্ট বেহাত হয়ে যাওয়ার কারণেই হয়েছে এ সাইবার হামলা। প্রতিষ্ঠানটির সিস্টেমে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

এ প্রসঙ্গে রবিনহুডের এক মুখপাত্র জানিয়েছেন, তারা “ভুক্তভোগীদের অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে” তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।

মিলেনিয়ালদের মধ্যে বাণিজ্যকে জনপ্রিয় করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। তবে, এ বছরের মার্চ থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না তাদের। মার্চ থেকে এ পর্যন্ত একাধিক বিভ্রাটের কবলে পড়েছে প্রতিষ্ঠানটি।

বিভ্রাটের কারণ হিসেবে স্বাভাবিকের চেয়ে বেশি ট্রাফিককে দায়ী করেছিল রবিনহুড। গত মাসে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৬ কোটি ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

সবমিলিয়ে রবিনহুডের বর্তমান বাজার মূল্য এসে দাঁড়িয়েছে এক হাজার একশ’ ৭০ কোটি ডলারের ঘরে।