এবার গ্রিসে ডেটা সেন্টার বানাবে মাইক্রোসফট

ক্লাউড সেবা কাঠামোতে বিনিয়োগের লক্ষ্যে গ্রিসে নতুন একটি ডেটা সেন্টার বানাবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2020, 03:07 PM
Updated : 5 Oct 2020, 08:33 PM

রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার এথেন্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল ইভেন্টে মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেছেন, ব্যবসা, ভোক্তা এবং ব্যাংকের জন্য লাভজনক হবে নতুন এই ডেটা সেন্টার।

ডেটা সেন্টারটিতে কী পরিমাণ বিনিয়োগ করা হবে তা প্রকাশ করেনি মাইক্রোসফট।

একটি অনুবাদ সেবার মাধ্যমে ব্র্যাড স্মিথ বলেন, “আজ আমরা গ্রিসে গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ করছি। হাজারো মানুষকে প্রশিক্ষণ দিতে আমাদের অঙ্গীকারের কারণে লাভবান হবে গ্রিস।”

আলাদাভাবে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকস মিৎসোটাকিস বলেছেন, ডেটা সেন্টারটি দীর্ঘ মেয়াদে গ্রিসের জন্য একশ’ কোটি ইউরোর আর্থিক লাভ বয়ে আনবে।

স্টেট-অফ-দ্য-আর্ট সেন্টার দেশটিকে একটি বিনিয়োগের স্থানে পরিণত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ক্লাউডের জন্য বৈশ্বিক একটি হাব হবে গ্রিস।”

প্রায় এক লাখ মানুষকে ডিজিটাল দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রোগ্রামও থাকছে এই প্রকল্পের আওতায়।