হুয়াওয়ে প্রশ্নে মার্কিন অনুমোদন চায় সনি ও কিওক্সিয়া

হুয়াওয়ের কাছে নিজ নিজ সরবরাহ অব্যাহত রাখতে চায় জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি, এবং চিপ নির্মাতা কিওক্সিয়া হোল্ডিংস কর্পোরেশন। এ জন্য মার্কিন অনুমোদন পেতেও আবেদন করেছে প্রতিষ্ঠান দুটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 01:34 PM
Updated : 4 Oct 2020, 01:34 PM

রোববার এ খবর জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিককেই। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের স্মার্টফোনে সনির ইমেজ সেন্সর ব্যবহার করে হুয়াওয়ে। সনির শীর্ষ ক্রেতাদের মধ্যেও হুয়াওয়ে অন্যতম।

অন্যদিকে, কিওক্সিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই হুয়াওয়ের সরবরাহকারী হিসেবে আছে। নিককেইয়ের প্রতিবেদন বলছে, মার্কিন অনুমোদন ছাড়া হুয়াওয়ের কাছে বিক্রি অব্যাহত রাখলে আয় নিয়ে ঝুঁকির মুখে পড়তে হতে পারে প্রতিষ্ঠান দুটিকে।

সম্প্রতি হুয়াওয়ের কাছে প্রযুক্তি সরবরাহের অনুমোদন পেয়েছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল।

সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র বিবাদ অনেক দূর গড়িয়েছে। এখন অন্যান্য দেশের সরকারকেও হুয়াওয়ে প্রশ্নে চাপ দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সরকার চাইছে প্রতিষ্ঠানটিকে সব দিক থেকেই একঘরে করে ফেলতে। তাদের দাবি, চীন সরকারের কাছে ডেটা পাঠিয়ে দিতে পারে চীনা এ টেলিকম জায়ান্ট।

হুয়াওয়ে অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মার্কিন অনুমোদন চাওয়া বা হুয়াওয়ে বিষয়ে সুনির্দিষ্ট করে মন্তব্য করেনি সনি। আর কিওক্সিয়া এ ব্যাপারে মন্তব্য করতেই রাজি হয়নি।

কিওক্সিয়া অবশ্য বাজার নষ্ট হওয়ারে ব্যাপারে আগেভাগেই সতর্কবার্তা জানিয়েছে। প্রতিষ্ঠানটি উল্লেখ করছে, হুয়াওয়ের উপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার কারণে চিপ সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে যেতে পারে, দামও কমতে পারে।