বাংলাদেশের বাজারে আসছে ভিভো ভি২০

বাংলাদেশের বাজারে ‘ভিভো ভি২০’ স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির দাবি, সেলফিতে নতুন অভিজ্ঞতা উপহার দিতে পারবে তাদের স্মার্টফোনটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2020, 03:27 PM
Updated : 3 Oct 2020, 03:27 PM

নতুন স্মার্টফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করেছে ভিভো। এতো বেশি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন এবারই প্রথম আনলো তারা। এতোদিন বাজারে প্রচলিত ভিভো স্মার্টফোনগুলোতে সর্বোচ্চ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দিতো প্রতিষ্ঠানটি।

ভিভো জানিয়েছে, ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘ভিভো ভি২০’ উন্মোচন করবে তারা।

নিজেদের নতুন স্মার্টফোনটিতে “আই অটোফোকাস” প্রযুক্তিও যোগ করেছে ভিভো। “আই অটোফোকাস প্রযুক্তিটি সেলফি তোলার সময় ক্যামেরাকে বিষয়বস্তু বাছাই করে নিতে দেবে”, এবং “চলমান অবস্থায় থাকলেও এই প্রযুক্তি স্থির ও পরিষ্কার সেলফি তুলতে সাহায্য করবে” বলে দাবি করেছে ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান।

ভিভো ভি২০ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেলের ‘নাইট রিয়ার’ ক্যামেরারও দেখা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।